New to Nutbox?

নদীর পাড়ের ফটোগ্রাফি

2 comments

ocean-trench
65
13 days agoSteemit2 min read

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আমার আজকের তোলা কিছু ছবি শেয়ার করবো। আজকে সকালের দিকে গিয়েছিলাম আমাদের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড়ে ঘুরতে। সেখানে গিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোর ভিতর কয়েকটা ছবি এখানে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240324_113009.jpg

গাছের ছায়ায় যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন ছবিতে। সেটা আসলে একটা মসজিদ। পদ্মা নদীর ঠিক পারেই এই মসজিদটা অবস্থিত। নদীর পাড়ের বসবাসকারী লোকজন এবং সেখানে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা এই মসজিদেই নামাজ আদায় করেন।

IMG_20240324_112922.jpg

ছবিতে আপনারা একটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন। এই ঘোড়ার গাড়িতে করে পদ্মার পাড় থেকে যে সমস্ত লোকজন পদ্মার চর পার হয়ে পদ্মার অপর পাড়ে যায় তারা মালামাল পরিবহন করে। এই ঘোড়ার গাড়িগুলো মূলত মালপত্র টানার কাজে ব্যবহার করে।। চরের লোকজনের জীবন যাত্রার সাথে ঘোড়ার গাড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

IMG_20240324_114144.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন পদ্মার চরের ভেতর দিয়ে একটি মোটরসাইকেল চলে যাচ্ছে। এই মোটরসাইকেলগুলো মানুষজনকে পদ্মার চর পার হতে সহায়তা করে। কারণ পাড় থেকে খেয়া ঘাটের দূরত্ব অনেকটা। তাই মানুষজন এই মোটরসাইকেলে করে সেই দূরত্বটা অতিক্রম করে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Comments

Sort byBest