চকলেট নাকি PUSS কয়েন!

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আজকে ভাবলাম এমন একটি লেখা আপনাদের সাথে শেয়ার করি। যেটা হয়তো পরে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে কিংবা যাই হোক, আমার নিজের চিন্তা ভাবনা গুলো বরাবর আপনাদের সাথে তুলে ধরতে আমার বেশ ভালো লাগে।

আপনারা তো সকলেই জানেন যে আমার একটি ছোট বোন রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমার ছোট বোন আর দশটা ছোট বোন এর মতোই। অর্থাৎ সাধারণ এর মতোই আমি বাইরে থেকে আসলেই সে আমার ব্যাগের উপরে হামলে পরে। তার কারণ হলো আমি কিছু এনেছি কিনা সেটা দেখার জন্য। অর্থাৎ বলা চলে যে সে প্রায় প্রতিদিন আমাকে বেশ ভাল রকম এর একটি খরচা করায়। আর আরেকটি ব্যাপার হলো, অল্প কিছু জিনিস আনলেও তার জন্য হয় না। অর্থাৎ ধরুন একটা চকলেট, একটা টিপস নিয়ে বাসায় ফিরলাম, এমন হয় না। তার অনেক বড় লিস্ট থাকে। অর্থাৎ আমি সকালবেলা ভার্সিটি যাওয়ার সময় সেই লিস্ট আমাকে বলে এবং সেই লিস্ট অনুযায়ী আবার আমাকে আনতে হয়। অর্থাৎ সে আমাকে কি কি আনতে বলেছে, তার সবকিছুই মনে থাকে।

আমার ছোট বোন নুয়াইরা যে কি পরিমান দুষ্টু। সেটা তো এখানে অনেকেই জানেন। অর্থাৎ অনেকবার আমি এখানে ছবি শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছি। তার কথাই বলছি আর কি। যাই হোক, সেদিনও আসলে একটা দোকানে নেমে চিন্তা করছিলাম যে ওর জন্য কি নেওয়া যায়। তো হঠাৎ করেই তখন সামনে এই কয়েনের চকলেট গুলো চোখে পরলো। এই চকলেট টি আমি প্রথম খেয়েছিলাম থাইল্যান্ডের। অর্থাৎ আমার বড় চাচা অফিসের কাজে বাইরে গিয়েছিলো। তখন তিনি এনেছিলো এবং বেশ মজা লেগেছিলো এই চকলেট গুলো এবং তখন আসলে দেশে খুব একটা এগুলো পাওয়া যেতো না।

তো সেগুলো চোখে পরাতে ভাবলাম একটু নিয়ে নেই। তো কয়েকটা নিয়ে নিলাম এবং বাসায় আসার পরে আমি যখন হাতে নিলাম। তখন কেনো জানিনা আমার আমাদের PUSS এর অর্থাৎ কয়েন এর কথা মনে পরলো। আমি ওর হাত থেকে চকলেটটি নিয়ে একটা ছবি তুলেছিলাম। কারণ সে আমাকে দিতেই চাচ্ছিলো না। তো ছবি তোলার মূল উদ্দেশ্য ছিলো আমাদের কয়েনের লোগোটি আসলে এখানে বসানোর জন্য অর্থাৎ ফটোশপের মাধ্যমে। যাইহোক, এরপরে তো তাই করেছিলাম এবং দেখতেও বেশ ভালো লাগছিলো এবং আমার মনে হচ্ছিলো যে একটা গোল্ড এর কয়েন বানাতে পারলে কিন্তু ভালোই হয়। অর্থাৎ আমাদের কয়েনের লোগো দিয়ে।

যাইহোক, পরবর্তীতে হয়তো এই স্বপ্ন ও পূরণ হবে। কারণ আমাদের নিজেদের কিছু কয়েন থাকলে কিন্তু মন্দ হয় না। তাই না বলুন? অর্থাৎ একটা আলাদাই ব্যাপার।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||