আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
এইযে আজকের যে টাইটেল এটা যে যে ব্যাক্তি জীবনে মেনে নিতে পারে তারাই প্রকৃত সুখী হয়।এটা আপনি কতোটুকু মানেন,বলুন তো?আমি অন্তত ১০০% মানি।তবে মানলেও সহ্য ব্যাপারটা কেনো যেনো করতে পারিনা বললেই চলে।আর এই সহ্য করতে পারিনা বলেই জীবনে অনেক না পাওয়া কিংবা বলা ভালো হারানোর গল্প আছে।না না,অন্য আবার স্পেশাল মানুষ টানুষ হারানোর গল্প শুনাচ্ছিনা,হাহাহা।আপনারা তো আবার সেটাই ভেবে বসবেন,তাই বললাম আরকি।
তবে হ্যা, এই যে এই সহ্য না করার জন্য জীবনে অনেক কিছু হারিয়েছি।এটা খুব ঠিক।তাই আমার মাঝেমধ্যে মনে হয় যে মানুষ এর সহ্য ক্ষমতা অসীম হলে সে কখনো কোনো বিপদে পরে না।কারণ আপনি তাকে অনৈতিক ভাবে দুটো চড় থাপ্পড় দিলেও সে যদি চুপ করে থাকে তবে কিন্তু আপনি তাকে নিয়ে অতো ভাববেন অর্থাৎ রিপ্লেস করার চিন্তা করবেন না।কিন্তু আপনি অপ্রয়োজনে তাকে চড়,থাপ্পড় দেওয়ার জন্য যদি সে প্রতিবাদ করে। তবে আপনি তাকে বাদ দেওয়ার চিন্তা করবেন।
কারণ ওই যে, আপনার সহ্য ক্ষমতা নেই।আর পৃথিবীতে আসলে সহ্যক্ষমতা নেই এ ধরণের মানুষদের কেও ভালোও বাসে না।কারণ সবাই চায় যে, আমি যতো যা ই করি।সবাই শুধু সহ্য করেই যাক।এমনকি এর বাইরে আমি নিজেকেও রাখছিনা।কারণ হিউম্যান সাইকোলজিটাই এমন,বড় ই অদ্ভুত।আমরা সবাই সবসময় চাই,আমাদের সবটাই সবাই মেনে নেই।আমরা সবসময় চাই,আমি কিছুই সহ্য করবোনা তবে আমার সামনের জনকে সবটাই সহ্য করতে হবে।আর মানুষ এর এ চাওয়াটা যে পূরণ করতে পারে সে ই শেষ পর্যন্ত সবজায়গায় টিকে যেতে পারে।ভালো না থাকলেও অন্তত টিকে থাকতে পারে।
তাই মানুষ এর সহ্য ক্ষমতা হোক অসীম। তবে আমার আবার এটা কোনোভাবেই হয় না।নিজের মতের সাথে যায় না তেমন মতামত দেখলে সেখানে সহ্য করে নেওয়াটা নিজের জন্যে খুব কঠিন হয়ে যায়।যেনো নিজের সাথে নিজের ই যুদ্ধ।আর এ যুদ্ধে বরাবর ই পরাজিত হই আর মুখ ফসকে অনেক কিছুই বলে ফেলি বা করেও ফেলি।যেটা অবশ্যই শেষ পর্যন্ত নিজের ক্ষতি ই বয়ে আনে।কিন্তু তবুও,ওই যে কথাই আছে না। ময়লা ধুলে কয়লা যায় না।আমার অবস্থাও অনেকটা তাই ই।
The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।