Hunger Killer's এ একদিন।

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

Hunger Killer's

Made by canva

আজকে আবারো চলে আসলাম নতুন আরেকটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটি সকলের বেশ ভালোই লাগবে। আজকে অনেকদিন পরে একটা ফুড রিভিউ নিয়ে আসলাম।


এই রেস্টুরেন্টেতে সেদিন আমি প্রথম গিয়েছিলাম। আর বেশ অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিলো।কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিলো না। রেস্টুরেন্টটির নাম হলো "হাংগার কিলার'স"।


গিয়ে প্রথমে মেনুটি দেখলাম।মেনু দেখে নাগা চিকেন পাস্তা আর ফ্রাইড চিকেন অর্ডার করলাম।যেহেতু স্পাইসি খাবারটাই বেশি ভালো লাগে।তাই অর্ডার দিয়ে দিলাম।



এরপর খাবার আসতে আসতে ইন্টেরিয়র এর কিছু ছবি তুললাম।আসলে তাদের ইন্টেরিয়র এ রাজকীয় একটা ভাব আছে।



ইন্টেরিয়র এর বেশ কিছু ছবিই তুলেছিলাম।আসলে রেস্টুরেন্টের ইন্টেরিয়র সুন্দর না হলে একেবারেই ভালো লাগেনা।তাই আমার কাছে খাবারের মানের পাশাপাশি ইন্টেরিয়র সুন্দর হওয়াটাও খুব ই প্রয়োজনীয় মনে হয়।


একটু পরেই নাগা পাস্তাটি চলে আসলো।দেখেই মনে হচ্ছিলো অনেক বেশি মজা।আর নাগা মরিচ এর যে ঘ্রাণটা আসছিলো ওটাও অসম্ভব ভালো।


খাওয়ার আগেই তাই কিছু ফটোগ্রাফী করে নিলাম।কারণ দেখতেই পাচ্ছেন যে পাস্তাটি দেখতে কতোটা লোভনীয় লাগছে।আর খাবারের আইটেম এর ছবি না তুললে কি ভালো লাগে বলুন!


এরপর তো খাওয়া শুরু করলাম।প্রথম বাইটটা নিয়েই বুঝতে পেরেছি কতোটা অসম্ভব মজার পাস্তাটি ছিলো।আর সে সাথে স্পাইসি।এতোটাই ঝাল যে যারা ঝাল মোটামুটি খায় ওরাও খেতে পারবেনা।


আর বেশ ক্রিমিনেস ছিলো পাস্তাতে।


এরপর ফ্রাইড চিকেন চলে আসলো।একেবারে গরম গরম দিয়ে ছিলো তাই খেতেও একটু সময় লাগছিলো।


এরপর তো আড্ডা দিতে দিতে খাবারটা শেষ করলাম। খাবার শেষ করার পরে বিল এনে দিতে বললাম। এরপরে বিলটা পে করে দিলাম।


এরপর চলে আসার সময় আরো কিছু ইন্টেরিয়র এর ছবি তুললাম। কারণ প্রথমেই বলেছি তাদের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে।


The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||