আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
ব্যস্ততার জন্য অনেকদিন আসলে কবিতা লেখা হয় না। কিন্তু কবিতা লেখা আমার অসম্ভব প্রিয় একটি কাজের মধ্যে অন্যতম। তাই আজ যখন একটু সুযোগ পেয়েছি তাই ভাবলাম কবিতা লিখি। যদিও কিছুটা অসুস্থ। কিন্তু অসুস্থতাকে ছাপিয়ে কবিতা লেখার আনন্দটা একটু বেশি আনন্দ দেয়।
কিন্তু কি নিয়ে কবিতা লেখা যায় সেটা মাথায় আসছিলো না। বিভিন্ন এলোমেলো চিন্তার ভিড়ে কোনো চিন্তাই যেনো ধোপে টিকছিলো ছিলো না। তাই অতো শতো চিন্তা না করে লেখা শুরু করলাম। জানিনা লেখা কোন দিকে মোড় নিলো। কিন্তু ভালোবাসার কবিতা গুলোতে ভালোবাসা ফুঁটিয়ে তুলতেই বেশি ভালো লাগে। তো সেটাই চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ও ভালো লাগবে।যদিও এখানে অনেক ভালো ভালো কবি রয়েছেন। তাদের কাছে আমার লেখা কিছুই নয়। অর্থাৎ একেবারে আনাড়ি বলা চলে। তবুও মনের কথাগুলো কবিতার ভাষায় প্রকাশ করতে কার না ভালো লাগে। তাই আশা করছি, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কবিতার নাম -মেয়ে তুমি শান্ত নদী
বহুকাল হয় না বলা,
হৃদয়ের সে কথা।
হয় না দেয়া, হয় না শোনা,
হয় না বিরহ দেখা।
অনলে পুড়েছি হয়নি দেখানো,
যন্ত্রণা মোর শ্রেয়!
তোমারো প্রাণে বিঁধেছি কতো,
নিশ্চুপতায় আমি শান্ত নদীর মতো।
বয়ে চলেছি যেনো বহমান নদী,
আমি কি তবে তীর হারা কবি?
নদীর বুকে আঁচড়ে পরে,
আজ প্রাণের সে সব ব্যথা।
তখন কোথায় ছিলেম আমি,
আর কোথায় তোমার কথা!
আজ সব ব্যথারা উষ্ণতা পায়,
শান্ত নদী স্রোতে ভেসে যায়।
শান্ত আঁখির শান্ত চাহনি,
হিঁয়ার তরী আঁখি জল লুকোয়।
গদ্যের সে শেষ পাতায়,
পেয়েছো খুঁজে অমসৃণতায়?
সে লেখা সে পদ্যগুলো,
যে পদ্যে হতো মোদের প্রেম রচিত।
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।