আজ মোরা কান্ডজ্ঞানহীন!

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

made by @nusuranur

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করি। আশা করছি আপনাদের লেখাটি পড়ে ভালোই লাগবে।

আজকে ভাবলাম এমন একটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। যে বিষয়গুলো আসলে হর হামেশাই আমাদের চোখের সামনে ঘুরছে। কিন্তু আমরা হয়তো কখনো সেভাবে কথা বলতে চাই না। কারণ বিভিন্ন বাধ্যবাধকতা আমাদের থাকে এবং বিভিন্ন বাধ্যবাধকতা আসলে আমাদেরকে আটকে রাখে। যাই হোক, সেসব বাদ দেই। আসলে আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, কোনো একটা জায়গায় যখন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কান্ডজ্ঞানহীন মানুষদের বসানো হয়। তখন কিন্তু ওই ক্ষেত্রটা একেবারেই ইউসলেস হয়ে পরে।

কারণ, কোনো একটা সেক্টরের সবচেয়ে উচ্চ পদস্থ অর্থাৎ ওই সেক্টরের মাথা অর্থাৎ ওই সেক্টরটি সেভাবেই চলবে সে যেভাবে বলবে। তাই আমরা যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ পদে কিংবা কোনো গুরুত্বপূর্ণ সেক্টরে কাউকে বসাচ্ছি। তখন অবশ্যই আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করে এরপরে তাকে বসানো উচিত। কারণ যাকে তাকে ধরে শুধুমাত্র টাকা দেখে, তার ক্ষমতা দেখে বসিয়ে দিলেই কিন্তু সেই সেক্টরটা কখনোই তার স্বচ্ছলতা বজায় রাখতে পারবেনা।

এমনটাই হচ্ছে। কারণ আমরা মোটামুটি আমাদের সবগুলো উচু উঁচু পদে এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে কাণ্ডজ্ঞানহীন লোকদের স্থান দিয়েছি। তারা কোনো কান্ডজ্ঞান ছাড়াই, তাদের নিজেদের বিবেক ভুলে শুধুমাত্র টাকার পেছনে এবং ক্ষমতার পেছনে দৌড়াচ্ছে। এভাবে করতে করতেই একটা সময় দেখবেন আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেনো জানেন? কারণ ওই যে আমরা আমাদের মাথাতেই গন্ডগোল করে রেখেছি। অর্থাৎ আমরা আমাদের দেশের মূল জায়গাগুলোতেই সমস্যা যুক্ত মানুষ এবং জ্ঞানহীন মানুষ বসিয়ে রেখেছি। যার কারণে আজকে আমাদের এই দিনগুলো দেখতে হচ্ছে।

যদিও এখানে আমাদের ই দোষ। কারণ আমরা শুরু থেকেই ভুল মানুষকে এবং ভুল মানুষদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছি এবং আমরা তাদের খারাপ কাজের কোনো প্রতিবাদ করিনি। শুরু থেকেই শুধুমাত্র মুখ বুজে সহ্য করে গিয়েছি। সে কারণেই আসলে আজকে আমাদের দেশের এতো নোংরা অবস্থা। কিন্তু রাত শেষে ভোর যেমন আসে। সূর্যের কিরণ যেমন পুরো পৃথিবীটার চারপাশকে ধীরে আলোকিত করে। ঠিক তেমনটাই, আমাদের দেশ এও একদিন সুশাসন, সুব্যবস্থা আসবে। এটা আমরা আশা রাখতে পারি। কারণ বলা চলে, মানুষ আশাতেই বেঁচে থাকে। আর সে সাথে নিজের দেশের জন্য দোয়া করতে পারি। এছাড়া এখন আর কি করার আছে!

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||