মনের দূরত্ব

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আজকে আপনাদের সাথে এমন একটি লেখা শেয়ার করতে এসেছি। যে লেখাটি হয়তো কিছুটা আবোল তাবোল বলে মনে হবে। কিন্তু আসলে নিজস্ব চিন্তা ভাবনা গুলোকে যখন লেখায় রূপ দেই। তখন সবকিছু যে গুছিয়ে লেখা সম্ভব হয়, তা নয়। কারণ অনেকেই রয়েছে যারা বেশ গুছিয়ে লিখতে পারে। তবে আমার আবার লেখা কিছুটা অগোছালো হয়ে যায়। তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি ব্যাপার গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা অনেক সময় এমন অনেক পরিস্থিতি সম্মুখীন হই, যে পরিস্থিতি গুলোর সম্মুখীন আমরা কোনোভাবেই হতে চাই না। কিন্তু তাও আমরা সেই পরিস্থিতি গুলোর সম্মুখীন হই এবং সেই পরিস্থিতি গুলোর জন্যে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি। অনেক কিছু জানতে পারি এবং যে পরিস্থিতি গুলো আসলে আমাদেরকে দিনের পর দিন এতোটাই দুর্বল করে দেয় যে, আমরা অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই।

তেমন একটি ব্যাপার হলো আমরা কিছু কিছু মানুষকে আসলে মন থেকে অনেকটাই দূরে সরিয়ে দেই। শুধুমাত্র ওই পরিস্থিতির জন্য। এমন ব্যাপারটি এমন নয় যে, আমরা অনেককে আসলে আমাদের মন থেকে দূরে সরিয়ে দেওয়ার মানে হলো আমরা তাদেরকে আগের মতোন ভালোবাসি না কিংবা তাদের জন্য আমাদের সেই আগের মতোন মায়া মমতা কিংবা টান নেই, সবকিছুই থাকে। কিন্তু আসলে ওই বিপরীত পক্ষের মানুষেরা এতোটা কষ্ট দেয় কিংবা এতোটা যন্ত্রণা দেয় যে, আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হই। হাস্যকর কথা হলো, আমরা যখন এই ধরনের সিদ্ধান্ত নেই। তখন অপরপক্ষের মানুষেরা সেই সিদ্ধান্তের জন্যও আমাদেরকেই দায়ী করে। ভুলে যাওয়ার পথ চলা সত্যিই খুব সহজ নয়। কারণ এখনো মানুষকে ভুলে যাওয়া কখনো সম্ভব বলে আমি মনে করি না। তাও বিশেষ করে যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে।

কারণ আমরা যাদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং যখন দেখি যে সেই ভালোবাসার মানুষেরা আসলে আমাদেরকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না কিংবা আমরা যেভাবে চাইছি তারা আসলে সেভাবে তো থাকছেই না বরং তারা শুধুমাত্র তাদের নিজস্ব ব্যক্তিদেরকে কিংবা নিজস্ব চিন্তা ভাবনাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। আর যেখানে আমাদের কোনো দামই দিচ্ছে না। সেখানে আসলে এই ব্যাপার গুলো ভাবতে খুব কষ্ট হয়। ভাবতে বলতে এই যে মানুষকে ভুলে যাওয়া কিন্তু কঠিন এবং আমরা এটা শুধুমাত্র মুখেই বলি যে, আমরা তাদেরকে ভুলে গিয়েছি কিংবা তাদের সাথে আমাদের আর সম্পর্ক নেই কিংবা যাই হোক না কেন কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক না থাকতে পারে কিংবা তাদের সাথে হয়তো আমাদের কথা বলা কমে যেতে পারে কিন্তু তাই বলে তাদেরকে আসলে আমরা ভুলে যাই ব্যাপারটি তেমন নয়। কারণ মনের দূরত্ব এমন একটি ব্যাপার। যেটা দশ জনকে দেখানো যায় না। কিংবা যার সাথে যার মনের দূরত্ব তাকেও দেখানো যায় না। কিন্তু এটা যে একটা মানুষকে কতোটা কষ্ট দেয়। সেটা শুধুমাত্র সেই মানুষ জানে, সে মানুষ বুঝতে পারে। কিন্তু তাও পৃথিবীর নিয়ম মতোন সকলে মিলে ওই একজনকেই দোষারোপ করতে থাকে, যে আসলেই কষ্ট পেয়েছে।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||