DIY এসো নিজে করি -একটি বৃত্তাকার মান্ডালা আর্ট।||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য||

nusuranur -

🌼হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুব ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।



শিল্পীপ্রেমীদের উদ্দেশ্য সামান্য কথা



আমি জানি এখানে অনেক অনেক শিল্পীপ্রেমী রয়েছে। আর আমি চাই আমি ওই শিল্পীপ্রেমীদের মনের এক কোণায় জায়গা করে নিতে। তবে তা চাই সম্পূর্ণই নিজের যোগ্যতা,নিজের সৃজনশীলতা প্রদর্শন করেই।তাই জন্য আমার আজকের এই সামান্য প্রচেষ্টা। @amarbanglablog কমিউনিটিতে আমার আরো একটি অঙ্কণ কার্য।আশা করি সবার ভালো লাগবে,



অঙ্কণের বিষয়


একটি বৃত্তাকার মান্ডালা আর্ট।



" একটি বৃত্তাকার মান্ডালা আর্ট " এর জন্য প্রয়োজনীয় উপাদান



১।খাতা
২।পেন্সিল
৩।কম্পাস
৪।নীল কলম
৫।নীল সাইনপেন



"একটি বৃত্তাকার মান্ডালা আর্ট " এর জন্য করার ধাপসমূহ


ধাপ ১

প্রথমে তিনটি বৃত্ত আঁকলাম একটির মাঝে একটি।


ধাপ ২

এখন আরো কিছু বৃত্ত আঁকলাম একটির মধ্যে একটি এমন ভাবে, ভিতরের দুটো বৃত্ততে ছোট ছোট ঘর ঘর করে ডিজাইন করলাম।


ধাপ ৩

এখন দুইটি ভাগ করলাম, মাঝের একটি বৃত্তে ফুলের পাপড়ির মতো করে ডিজাইন করলাম।আর এর পরের বৃত্তের ফুলের পাপড়ির মতো ডিজাইন করলাম।


ধাপ ৪

এখন একটি বৃত্তে গোল করে ডিজাইন আঁকলাম। এরপর আবার ফুলের পাপড়ির মতো ডিজাইন করলাম লাস্ট বৃত্তে।


ধাপ ৫

এখন অপর পাশের ডিজাইন শুরু করলাম।


ধাপ ৬

এখন আরো কিছু ডিজাইন করছি নিজের মতো করে।



ধাপ ৭

এখন সম্পূর্ণটি ডিজাইন করলাম, দুইপাশের শেষ পার্টেই একই ডিজাইন।


ধাপ ৮

এখন মাঝে একটি ডিজাইন করলাম।


ধাপ ৯

এখন নিজের নামটি সাইন করলাম।


ধাপ ১০

আমার আজকের করা বৃত্তের মান্ডালার একটি ফটোগ্রাফী।



সমাপ্তি


এইতো এঁকে ফেললাম " একটি মান্ডালা আর্ট "।

আজকের ভিন্ন ধরণের কিছু চেষ্টা করেছি। জানিনা কতোটুকু ফুটিয়ে তুলতে পারলাম।


আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
আমার আজকের কাজটি কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
ভালো থাকবেন সবাই।

ভালোবাসা নিবেন ❤️
ইতি,
@nusuranur






|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||