আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
বেশ কিছুদিন আগে এত বেশি অসুস্থ ছিলাম যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতোন নয়। অর্থাৎ আমার এমন অবস্থা হয়ে গিয়েছিলো যে আমি বিছানা ছেড়ে উঠতে পর্যন্ত পারছিলাম না। কিন্তু তবু আসলে নিজের কোনো কাজ বাকি রাখিনি। কারণ আমি কাজ বাকি রেখে কোনোভাবেই শান্তিতে থাকতে পারিনা। অর্থাৎ অনেক বেশি অশান্তিতে ছিলাম অসুস্থতা নিয়ে। কিন্তু তাও আসলে আমার নিজের যে ব্যাপারগুলো থাকে, সেগুলো তো আসলে আমি কখনোই বদলাতে পারবো না। যাই হোক, সেটা আলাদা বিষয়।
যেটা বলছিলাম, সেটা হলো শেষ কিছুদিন আমি এতো বেশি অসুস্থ ছিলাম যে আমাকে বেশ কয়েকবার হসপিটালে যেতে হয়েছে। অর্থাৎ এতো বেশি অসুস্থ ছিলাম যে, বেশ কয়েক ধরনের ডাক্তার দেখাতে হয়েছিলো তার মধ্যে একটি ছিল হাড়ের ডাক্তার এবং শ্বাসকষ্টের ডাক্তার। কারণ আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছিলো আর তার সাথে আমার মেরুদন্ড এবং ঘাড়ে সমস্যা দেখা দিয়েছে এবং সেই সমস্যাগুলো এখনো রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন একটা মানুষের যখন হাড়ের সমস্যা হয়ে যায়। সেটা কখনো দ্রুত ঠিক হয় না।
তাই হসপিটাল, ঘর আর ক্লাস এইগুলো করতে করতেই জীবনের বারোটা বেজে গিয়েছে। আর নড়তে পর্যন্ত পাচ্ছিলাম না। সে কারণেই ঘাড়ের একটি কলার দিয়েছিলো। যেটা নিয়ে আমার ফ্রেন্ডরা বেশ ভালো রকম মজাও করেছে আমাকে নিয়ে। অর্থাৎ তারা বলেছিলো যে আমার বয়স হয়ে গিয়েছে, এটা সেটা আরো অনেক কিছু। আর এটা আমাকে ডাক্তার বলেছিলো আমি যেন শুধুমাত্র গোসল এবং ঘুম বাদে আর ২৪ ঘন্টা এই পরে থাকি। কিন্তু আমার দ্বারা এটা একেবারেই সম্ভব হয়নি। আসলে এটা পরে থাকার কারণ হলো আমার ঘাড় যেনো সবসময় সোজা থাকে। কারণ আমার মেরুদন্ড বারবার শক্ত হয়ে যাচ্ছিলো অর্থাৎ আমি কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিলাম না, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সমস্যা হয়ে গিয়েছে। যার আসলে শর্ট কোনো চিকিৎসা নেই। অর্থাৎ অনেক লং টাইম এর চিকিৎসা নিতে হচ্ছে। যাইহোক আপনারা তো অনেকেই জানেন যে, আমি মোটেও রোগকে এতো বেশি পাত্তা দেই না। তাই আসলে এভাবেই চলছে।
আর সে সাথে শ্বাসকষ্টও তো রয়েছে। অর্থাৎ মানুষ আসলে সাধারণত আমাকে দেখে কখনোই বলবে না যে আমার শরীরে এতো রোগ। আমি এতো মেডিসিন নেই। কারণ স্বাভাবিকভাবেই আমার বয়সে এতোটা মেডিসিন নেওয়া মোটেও স্বাভাবিক কিছু নয়। অবশ্য তার একটি মূল কারণ হলো আমার লাইফ স্টাইল অর্থাৎ আমি খাওয়া-দাওয়া কোনো ভাবেই একেবারেই ঠিকভাবে করি না কিংবা অনেক বেশি জাংকফুড খাই।অর্থাৎ আমার নিজের লাইফ স্টাইল এই অনেক সমস্যা রয়েছে।তবে আমি এতো এতো রোগ নিয়ে, এতো এতো জটিল রোগ নিয়েও আমি এতো হাসি খুশি জীবন যাপন করি, সেটাই একটা রহস্যের ব্যাপার হাহাহা। যাই হোক, আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো এই আশাই রাখি।
The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।