একতরফা প্রেম ভালো নাকি দু তরফা?

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

made by canva

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

মাঝেমধ্যে মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঁকি দেয়। কিন্তু সে মতো কোন মানুষ পাই না। অর্থাৎ প্রশ্নগুলো করার মতো কোনো মানুষ পাই না। তো তখন ভাবি যে প্রশ্নগুলো আপনাদের সামনেই তুলে ধরা যাক। তাহলে হয়তো আপনারা কিছুটা হলেও হেল্প করতে পারবেন। এবং এতে করে আপনাদের যেমন অনেক সুন্দর সুন্দর কিছু মতামত পাবো।ঠিক তেমনটাই আমারও আপনাদের উত্তরের মাধ্যমে সে ব্যাপারটি জানা হয়ে যাবে। যাই হোক, তাহলে চলুন শুরু করি। আশা করছি টাইটেলের প্রশ্নটি দেখেই বুঝে গিয়েছেন যে আমার প্রশ্নটা আজকে আসলে কি।

আমার প্রশ্নটা হলো একতরফা প্রেম ভালো নাকি দুই তরফা প্রেম ভালো? কারণ প্রেম সাধারনত আমার মতে দুই প্রকার ই হয়ে থাকে। অর্থাৎ কোনো কোনো প্রেমে শুধুমাত্র এক পক্ষ থেকেই তীব্র ভালোবাসা থাকে এবং কোনো কোনো সময় দুই পক্ষ থেকে তীব্র ভালোবাসা থাকে।

হ্যাঁ এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে যেসব সম্পর্কে দুই পক্ষ থেকে ভালোবাসা থাকে। সেসব সম্পর্ক সফলতা পায় বেশি। এবং যেসব সম্পর্ক তে এক পক্ষ থেকে ভালোবাসা থাকে। সেসব সম্পর্ক আসলে সফল হতে বেশ কিছু সময় নেয় কিংবা অনেক সময় সফল হয় ও না। কারণ শুধুমাত্র একদিক থেকে ভালোবাসা থাকলে তো হয় না। দুই দিক থেকে ভালোবাসাটা থাকা উচিত।

এখন আমার মনে এই প্রশ্ন জাগার কারণ হলো। দুই ধরনের মানুষ দুই ধরনের ব্যাপারকে সমর্থন করে। অর্থাৎ অনেকে বলে যে এক পক্ষ থেকে যে ভালোবাসাটা হয় সেটাই সবচেয়ে ভালো। কারণ সেখানে কোনোবস্বার্থ কাজ করে না। নিঃস্বার্থভাবে সে ভালোবাসা হয়। আবার যারা দুইপক্ষের ভালোবাসায় বিশ্বাসী। তারা বলে যে দুই পাক্ষিক ভালবাসাটাই সবচেয়ে বেশি ভালো। কারণ এটায় সফলতা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে।

এখন আমার যেটা ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে, যেখানে এক পাক্ষিক ভালোবাসা কাজ করে। সেখানে আসলে পবিত্রতা অনেক বেশি থাকে। কারণ সেখানে নিঃস্বার্থ একটা ভালোবাসা থাকে। আবার যেখানে দুই পক্ষ থেকে ভালোবাসার আদান-প্রদান হয়। সেই সম্পর্ক কিংবা প্রেমটা সফল বেশি হয়। এখন আমার মতে দুই ধরনের প্রেমে দুই ধরনের লাভ এবং দুই ধরনের ক্ষতি রয়েছে। আপনাদের কি মতামত?

এখন আমি তো আসলে কোনোটাই এক্সপেরিয়েন্স করিনি। তাই আমি বলতে পারছি না। কিন্তু আমার কাছে মনে হয় একপাক্ষিক ভালোবাসা টাই বেশি ভালো। কারণ এতে হার্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না। কারণ আজকালকার সম্পর্কে ভালোবাসার চেয়ে মানুষকে ইউজ করাটাই আমি বেশি দেখছি। অর্থাৎ আজকাল সমাজের হিসেবে যদি বলতে যাই। তাই না?

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||