ঝাল যখন প্রিয়!

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আজকে ভাবলাম অন্যদের সাথে এমন একটি লেখা শেয়ার করি। যে লেখাটি হয়তো আমি অনেকবার অনেকভাবেই শেয়ার করেছি। কিন্তু মাঝেমধ্যে আসলে কিছু কিছু ব্যাপার শেয়ার করতে আমার বারবার ভালো লাগে। আর আজকে যখন আমার গ্যালারি চেক করছিলাম। তখন আসলে এই ছবিটি আমার সামনে আসে এবং এই ছবিটা সামনে আসার পরে ভাবলাম যে লেখাটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যাক।

আমি যদি নিজের খাবারের টেস্ট এর কথা বলি। তাহলে আমার প্রচন্ড ঝাল পছন্দ। আর সেটা আপনারা আমার ভেলপুরির অবস্থা দেখেই বুঝতে পারছেন। অর্থাৎ আমি এতো বেশি ঝাল পছন্দ করি যে, আমাকে যদি কেউ কোনো ঝাল খাবার দেয়। তাহলে যদি সম্ভব হয়, সেখানে আমি আবার উপরে মরিচ কিংবা ঝাল কোনো কিছু স্প্রেড করে দেই।

আর আসলে আমি যদি আমার ঝাল খাওয়ার কথা বলি। তাহলে তার সাথে যে ব্যাপারটি আমার যুক্ত করতেই হবে, সেটা হলো আমার জাংক ফুড অনেক বেশি পছন্দ। আর কতো বেশি পছন্দ সেটা আশা করি আপনারা এই ছবিতেই দেখতে পাচ্ছেন। এটা আমি জানি যে, অতিরিক্ত ঝাল খাওয়া কখনোই উচিত নয়। কারণ এই অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে আসলে আমার অনেক রকমের সমস্যা হয়। কিন্তু তাও কেনো যেনো ঝাল খাওয়া আর কোনোভাবেই ছাড়তে পারি না। কারণ আমাকে ডাক্তার অনেক ভাবে অনেক বার মানা করেছে যে, আমি যেনো অতিরিক্ত ঝাল না খাই। কিন্তু তাও কেনো যেনো ঝাল খাওয়া কোনোভাবেই ছাড়তে পারি না। তার উপরে কোনো খাবার যদি ঝাল না হয়। সেটা আবার আমি মুখে নিতে পারি না। অর্থাৎ আমার এতোটা ঝাল পছন্দ। তাই হয়তো আমার কথাও কিছুটা ঝাল, হাহাহা ।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||