আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
আমার কাছে পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে যদি কোনো কিছু কিংবা কি জিজ্ঞেস করা হয়। তাহলে আমি মনে করি আমি মানসিক প্রশান্তিকে জায়গা দেবো। কারণ আমাদের জীবনে আসলে অনেক রকমের সমস্যা আমরা ফেস করি কিংবা আমাদের জীবনে আসলে আমরা অনেক কিছুই টের পাই কিংবা অনেক কিছুর সম্মুখীন হই। কিন্তু সবকিছুর পরেও আমরা যেটা সব সময় বজায় রাখতে চাই। সেটা হলো আমাদের মানসিক প্রশান্তির। কারণ যেখানে আসলে মানসিক প্রশান্তি নেই, সেখানে কোনো সুখ আছে বলে আমার মনে হয় না। যেমন ধরেন, আমি অনেক বেশি ইনকাম করি। এখন সে ইনকামের যদি মানসিক প্রশান্তি না থাকে। তাহলে একটা সময় দেখা যায় আসলে সেই ইনকাম দিয়ে হয়তো প্রয়োজন পূরণ হচ্ছে। কিন্তু আমি কোনোভাবেই ভালো থাকতে পারছি না।
আসলে আমি নিজের ক্ষেত্রেও যদি বলি। তাহলে এটা অনেকবার দেখেছি যে, আমি নিজেও আমার নিজের মানুষের সুস্থতা নিয়ে অনেক বেশি কনসার্ন নয়। অর্থাৎ পৃথিবীর সবকিছু নিয়ে আমি চিন্তিত হলেও আমার মানসিক অবস্থা নিয়ে কখনো চিন্তিত হই না এবং নিজের সব কষ্ট গুলো যেনো নিজেই সহ্য করে নেই। কিন্তু আমার ওই কষ্টগুলো থেকে যে বেরিয়ে আসা উচিত। সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না।
শুধুমাত্র আমার ক্ষেত্রে হয়, তা নয়। অর্থাৎ সকলের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আসলে আমাদের মন খারাপ কে কিংবা ভালো না লাগেটিকে কখনোই গুরুত্ব দেই না। আমরা সবসময় গুরুত্ব দেই আমাদের পারিপার্শ্বক সবকিছুকে এবং সব মানুষেরাই ঠিক একই ভাবে অন্যান্য কিছুকে গুরুত্ব দিলেও কখনোই খুব একটা নিজের মনকে গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না। কিংবা নিজেকে গুরুত্ব দেয় বলে মনে হয় না। কিন্তু এদিকে নিজেদের মানসিক প্রশান্তি দিন দিন ব্যাহত হতে থাকে। অর্থাৎ নিজের মানসিক অবস্থা এমন একটি জায়গায় গিয়ে দাঁড়ায়। যেখানে হয়তো আমরা আর ভালোটাকেও আর কোনোভাবেই ভালো হিসেবে নিতে পারি না। অর্থাৎ আমাদের জীবনে শান্তি বলে আর কিছুই থাকে না। কিন্তু ওই অশান্তি টাকেই আমরা বরণ করে নিতে রাজি হই। কিন্তু তবুও আমরা আমাদের নিজেদের মানসিক প্রশান্তির জন্য একটুও সময় ব্যয় করতে রাজি হই না। ব্যাপারটি সত্যিই খুব অদ্ভুত, তাই না?
The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।