জীবনচক্র - ক্লাস,কাজ,গরম,আইসক্রিম!

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

এই লেখাটা অনেকটা মজার ছলে লেখা হলেও। সত্যি কথা বলতে এতো বেশি কষ্টে আছি কি আর বলবো। কারণ বর্তমান নাকি শীতকাল। কিন্তু বর্তমানে এতো বেশি গরম পরছে। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতোন নয়। অন্তত চট্টগ্রামের কথা যদি বলি। তাহলে চট্টগ্রামে সত্যিই অনেক বেশি গরম পরছে। তাই আসলে জীবনচক্র যেনো একেবারে বিষিয়ে উঠেছে বলা চলে। কারণ আমার সবকিছু সহ্য হলেও অতিরিক্ত গরম কখনোই সহ্য হয় না। কারণ প্রচন্ড মাথা ব্যথা করে। তার উপর যাদের মাইগ্রেন রয়েছে। তারা আসলে খুব ভালো করে জানেন যে, রোদের তাপ মাথায়, চোখে লাগলে তখন কেমন ফিল হয় সেটা।

সবচেয়ে ভয়ঙ্কর লাগে যখন বাইরে অতিরিক্ত মাথা ব্যথায় বমি আসে তখন। কারণ এটা মাইগ্রেনের অনেক বড় একটি সমস্যা। এটা আশা করি সকলেই জানেন। যাইহোক, আজকে আসলে টাইটেল এ যেটা যেটা লিখেছি। আমি বর্তমানে সেগুলোর মধ্যেই ডুবে রয়েছি। সেটা হলো ক্লাস, কাজ আর অতিরিক্ত গরম এবং আইসক্রিম খাওয়া এবং আমি এটা খুব ভালো করেই জানি যে আমি যে এই যে প্রতিদিন দুটো তিনটে করে আইসক্রিম খাচ্ছি। এর জন্য আমাকে যথেষ্ট খেসারত দিতে হবে।

কিন্তু তাও ক্লাস শেষ করার পরে ক্যাম্পাসে এতো বেশি খারাপ লাগে। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতোন নয়। আর তখন আইসক্রিম ছাড়া আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। এমনকি কোল্ডড্রিংস পর্যন্ত খেতে ইচ্ছে করে না। কারণ কোল্ডড্রিংস আসলে বরফের মতোন ঠাণ্ডা হয় না। এটা আমরা সকলেই জানি।আইসক্রিম এর মতো ঠান্ডা আর কিছুই পাওয়া সম্ভব নয়।আমার তো মাঝেমধ্যে মনে হয় যে ক্যাম্পাসে কিংবা বাইরে বরফ পাওয়া গেলে ভালো হতো। অর্থাৎ বরফ চিবিয়ে খাওয়া আমার খুব প্রিয় কাজগুলোর মধ্যে একটি।

ছোটবেলায় আপনারা কেউ করতেন কিনা জানিনা। কিন্তু আমি ছোটবেলায় প্রচন্ডভাবে বরফ চিবিয়ে খেতাম। মাঝেমধ্যে চিনি দিয়ে বরফ পেতাম। অর্থাৎ কি যে পাগলামি করতাম, নিজেও জানিনা।আপনাদের কারো এই ধরনের অভ্যাস আছে কিনা জানাবেন। তবে এটা ছোটবেলায় ছিলো এখন আর সম্ভব হয়না মাইগ্রেনের কারণে আর সে সাথে শ্বাসকষ্ট নামক বিষ তো রয়েছেই।

মাঝেমধ্যে আসলে নিজের লাইফস্টাইল দেখলে নিজেকেই ধিক্কার জানাতে ইচ্ছে করে যে কতো সুন্দর একটি জীবনকে কতো খারাপ ভাবে ট্রিট করছি। কিন্তু আবার মাঝে মধ্যে মনে হয় থাক না! যেভাবে চলছে চলুক অর্থাৎ কি আর করার আছে।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||