আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
আজকে আপনাদের সাথে এমন একটি ব্যাপার শেয়ার করতে এসেছি, যে ব্যাপারটি হয়তো আমরা সকলেই কখনো না কখনো ভেবেছি। অর্থাৎ হয়তো এমন হতে পারে যে কোন বিপদের সম্মুখীন হয়ে তখন ভেবেছি কিংবা খুব বেশি কষ্ট পেয়ে কিংবা কোনো এক অভিমানে ভেবেছি। কিন্তু আমি এটা নিজের জায়গা থেকে বলতে পারি যে কখনো না কখনো এই কথাটি আমরা অবশ্যই ভেবেছি।এখন কথাটি হলো, আমাদের আসলে দিনের পর দিন মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে।
এই যে এই বিশ্বাস, এই বিশ্বাস শব্দটি কয়েকটি অক্ষর দিয়ে তৈরি। কিন্তু এই শব্দটির যে কত বড় বেশি শক্তি সেটা হয়তো আমরা কেউ আন্দাজ করতে পারি না। কারণ এই একটা শব্দের ওপরে পুরো পৃথিবী টিকে আছে এটা ভাবলেই কেমন লাগে, তাই না? কিন্তু এটাই হলো চরম সত্যি এবং বিশ্বাসের উপর পৃথিবী টিকে আছে সেই বিশ্বাস এর উপর থেকেই আমরা যতো দিন যাচ্ছে ততো একটু একটু করে সরে যাচ্ছি। তার কারণ হলো আমরা প্রতিনিয়ত প্রতি পদে পদে ঠকে যাচ্ছি যেখানেই বিশ্বাস করছি সেখানেই মানুষ আমাদের ঠকাচ্ছে।
এই যে এই ঠকানো, এই ছলচাতুরি, এই অবিশ্বাসের খেলা এই সবকিছুর জন্যই আসলে আমাদের কাজ। তাই মানুষের উপর থেকে দিন দিন বিশ্বাস উঠে যাচ্ছে। তার চেয়েও ভয়ংকর ব্যাপার হলো, এই যে বিশ্বাস উঠে যাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে আমাদের ভালো মানুষ এর ক্ষেত্রেও হয়ে যাচ্ছে। কারণ হয়তো কোনো খারাপ মানুষ আমার বিশ্বাস নিয়ে ছলচাতুরি করলো। কিন্তু পরবর্তীতে আমরা কোনো ভালো মানুষের উপরেও আর ভালোভাবে বিশ্বাস করতে পারি না। এটা আমাদের জন্য কতীটা খারাপ হচ্ছে সেটা হয়তো আমরা আঁচ করতেও পারি না। কারণ ওই ভালো মানুষ হয়তো আমার ভালো চায়।হয়তো আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু শুধুমাত্র পরিস্থিতির চাপে পরে আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি না। আর শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের চারপাশের সকলকেই আমরা অবিশ্বাসের দৃষ্টিতে দেখি অবিশ্বাস করি অর্থাৎ বিশ্বাস উঠে যায়। এভাবে করেই আমরা একা হয়ে পরি। কারণ কোথাও কারো উপরে যদি বিশ্বাস করা না যায়। তাকে কিন্তু কোনোভাবেই আপন করা যায় না।
The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।