একটা সময় পর

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

একটা বয়স পরে আমার মনে হয় যে পরিবারের মানুষদের সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে চলা উচিত। আমি জানিনা এই কথাটি আসলে এমন করে আপনারা ভাববেন, না কেমন ভাবে নেবেন। তবে আমার নিজস্ব বক্তব্য যদি বলি তাহলে আমার কাছে মনে হয় যে একটা সময় পরে আসলে পরিবার সকলের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। যেমন আমরা ছোটবেলায় যেমন ছিলাম। তেমন থেকে কিছুটা আলাদা হওয়া জরুরী।

অর্থাৎ আমরা ছোটবেলায় সব সময় আমাদের আত্মীয়-স্বজন পরিবারের সকলের সাথে থাকতে ভালোবাসতাম কিংবা পরিবারের সকলের সাথে একসাথে থাকতে চাইতাম এবং ছোটবেলায় এটাই ছিলো একমাত্র আনন্দের কারণ। কারণ আমার খুব ভালোভাবে মনে পরে যে ছোটবেলায় আমি খুব করে চাইতাম যে আমার বাসায় যেনো সবসময় আত্মীয়-স্বজন মানুষজন দিয়ে একেবারে পরিপূর্ণ থাকে এবং তখন এটাই আমার কাছে ছিলো আনন্দের অন্যতম এক মাধ্যম।

কিন্তু কিছুটা সময় পরে আসলে দেখলাম যে, যতো মানুষ ততো কথা, ততো রটনা. অর্থাৎ মানুষ একেক রকম ভাবে চিন্তা করতে ভালোবাসা এবং কারো চিন্তায় কিন্তু আমরা কেউ হস্তক্ষেপ করতে পারিনা এবং অনেক মানুষ যখন বর্তমান একসাথে থাকে। কিন্তু একসাথে হয় তখন দেখা যায় যে সেখানের মধ্যে নানান রকম মতের সৃষ্টি হয় এবং নানান রকম কথা সামনে চলে আসে। তাই আমার কাছে মনে হয় একটু যদি ভালো থাকতে চাই। আমরা বা আমাদের যদি একটু ভালো থাকার ইচ্ছা থাকে। তাহলে একটা সময় পর ওই মানুষগুলো থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। আমি এখানে বলছি না যে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে কিংবা তাদের খবর নেওয়া যাবে না কিংবা তাদের ভালোবাসা যাবেনা। এই ব্যাপার গুলো একেবারেই নয় আমি আশা করি বুঝাতে পারছি যে আমি যেটা বুঝাতে চাইছি সেটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন।

অর্থাৎ আমি এটাই বুঝাতে চাইছি যে, তাদের সাথে সবকিছু শেয়ার করা, তাদেরকে সব স্বপ্ন সবকিছু জানানো কি তাদের মতামত অনুযায়ী সব সময় চলা। এই ব্যাপারগুলো থেকে কিছুটা হলেও দূরে এসে নিজের মতোন করে বাঁচতে শেখা উচিত। নিজের মতোন করে সব কাজ করা উচিত। কারণ এতে করে আমাদের ভালো হয়। আর এটা আমি আসলে আমার নিজের জীবন কিংবা আমার চারপাশে যত মানুষ রয়েছে তাদেরকে দেখে শিখেছি কিংবা তাদের কাছেই শিখেছি। অর্থাৎ তাদেরকে দেখেই বলা চলে যে লেখাটি আমার মাথায় এসেছে। আমি জানিনা এখানে আসলে কার বক্তব্য কি হবে। তা কিন্তু আমার সত্যি এটা মনে হয় যে একটা সময় পর মানুষের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখলে সম্পর্ক ভালো থাকে। কারণ এটা ব্যাপার রয়েছে যে, আমরা যত বেশি একটা মানুষের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পরি।ততো বেশি আসলে আমরা তাদের দোষগুলো খুঁজে পেতে পারি। তাই আসলে কি দরকার! অন্যের দোষ নিজের চোখে ফেলা? তাই আমার কাছে মনে হয় কিছুটা দূরত্ব থাকলে আসলে এতো দোষ গুলো চোখে পরে না।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||