কিছু মানুষের পাল্লায় পরলে সারাদিন মাটি!

nusuranur -
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

এক বিড়ম্বনা!

Canva দিয়ে তৈরি


হ্যালো হ্যালো হ্যালো,আবার ও চলে আসলাম নতুন একটা লেখা নিয়ে।তবে আজকে পোস্ট করার ইচ্ছে একেবারেই ছিলো না।অর্থাৎ এতো বেশি টায়ার্ড যে ইচ্ছে করছে এখন ই ঘুমিয়ে পরি চুপটি করে শুয়ে।তবে সে উপায় যে নেই আমার!সেই ভোর ৬ টায় বের হয়ে সন্ধ্যে ৬ টায় বাসায় ফিরলাম।এরপর আসলে শরীরে আরো কোনো রকমের শক্তি ই অবশিষ্ট থাকেনা বললেই চলে।কারণ সারাদিন বাইরে থাকাটা সত্যিই খুব কষ্টের।


আসলে সকালে তো মূলত গিয়েছিলাম ভার্সিটি।এরপর খালামণিকে ফোন দিলাম ভার্সিটিতে থেকেই। কারণ আম্মুর জন্যে একটা হিজাব নিতে হতো।তাই বললাম আমি ভার্সিটি থেকেই শপিং কমপ্লেক্স এ যাবো।তো খালামণিও যেনো সেখানে থাকে।সময়টা ঠিক ঠাক বলে দিলাম।এরপর আমিও যথারীতি চলে আসলাম শপিং সেন্টারের সামনে।


আমি ভাবলাম একসাথে কিছু কেনাকাটা করে এরপর দ্রুত বাসায় চলে যাবো।তো প্রথমে খালামণি মতো উনি একটা ব্যাগ কিনবে।তো আমি ভাবলাম হ্যান্ড ব্যাগ কিনতে আর কতোক্ষণ ই লাগবে!তাই আমি বললাম আচ্ছা আগে কিনে নিন।তো সারা মার্কেট ঘুরলো তবে ব্যাগ পছন্দ হলোনা!মার্কেটে সব দোকানে দেখেছে,তাও পছন্দ হলোনা!কি একটা ভয়ংকর অবস্থা ভাবুন একবার।আমার তো পা ব্যথায় শেষ।ওদিকে আমি এসেছিও ক্লাস করে।এসবের ফাঁকে কিন্তু শুধু যে হেটেছি তাও নয়।স্টিম ওয়াচার এর ও কাজ করেছি,স্টিমিটের ও কাজ করেছি।তাহলে ভাবুন আমার অবস্থা!


এরপর ঠিক করা হলো,অন্য শপিং মল এ যাবো।আমিও রাজি হলাম উপায় না পেয়ে।এরপর অন্য শপিং মল এর ও সব দোকান ঘুরা হলো।তবে!তবে তাও ব্যাগ কেনা হলোনা!কেনো?কারণ তাও ব্যাগ পছন্দ হয়নি।কি অদ্ভুৎ ভেবেছেন?আমার তখন মেজাজ আর মন দুটোই খারাপ।সে সাথে মন ও খারাপ।কারণ আমি যে কাজ করতে এসেছে তাও করা হয়নি এখনো অর্থাৎ ওইযে বলেছিলাম আম্মুর জন্যে হিজাব কিনতেই মূলত এসেছিলাম।তো এরপর আমি আর উপায় না পেয়ে বললাম আচ্ছা আম্মুর হিজাবটা অন্তত কিনে নেই।তো ওটা আমি বেশ দ্রুত ই কিনে ফেললাম।কারণ এতোক্ষণ ঘুরার প্রশ্ন ই আসে না কোনো!তাইনা?


এরপর খালামণি বললো আরেকটা শপিং মল এ যাওয়ার জন্যে।আমার তখন পা আর দিচ্ছে না!অর্থাৎ মনে হচ্ছিলো পা ছিড়ে পরেই যাবে জাস্ট ব্যথায়।এতোটা খারাপ লাগছিলো।সে সাথে গলা ও ব্যথা করছিলো প্রচন্ড যেহেতু অনেক সকালে বের হতে হয়।তাই ঠান্ডাও লেগে গিয়েছে সহজেই।


এরপর আমি বললাম,আমি আর পারবোনা।আপনি কিনেন আমি বাসায় চলে যাই।কারণ এতোটা খারাপ লাগছিলো যা ভাষায় প্রকাশ করার মতোন ই না।এরপর তো আবার বাসায় ফিরতে হয়েছে।বাসা ও কম দূর তো আর নয়!বাসায় এসে তাই আর জাস্ট কিছুই করতে ইচ্ছে হচ্ছিলো না।কিন্তু আজ আবার সুপার একটিভ লিস্টের কাজ আছে।তাই কাজ না করেও উপায় নেই।এখন এমন অবস্থা যে নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এতোটা গলা ব্যথা।তাই ভাবলাম একটু কিছুক্ষণ শুই,সে ফাঁকেই এই পোস্টটা লিখে ফেললাম।


এজন্যেই আসলে বললাম যে কিছু মানুষের পাল্লায় পরলে এভাবেই দিনটা যে কোনদিকে চলে যায় তা জাস্ট ভাবতেও পারিনা।

The End📍

আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজকের লেখাটি।মন্তব্যের মাধ্যমে আপনাদের মতামত গুলো জানার ইচ্ছে পোষণ করছি।


ভালোবাসা নিবেন ❤️
ইতি,
@nusuranur


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||