ট্রন জমানোর ২১ তম সপ্তাহ

nirob70 -

০২ জুন ২০২৩ ইং


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আপনাদের মাঝে আমি ছোট একটি অ্যামাউন্টের ট্রন জমানোর পোষ্ট শেয়ার করবো ৷ আশা করি পোস্ট টি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে স্টিম প্ল্যাটফর্মে কাজ শুরু করার পর থেকেই প্রতিনিয়ত অনেক কিছু জানতে পারছি এবং নতুন কিছু শিখতে পারছি ৷ যা সত্যিই আমার অনেক ভালো লাগছে ৷ কিছু দিন আগে দাদার একটি ব্লগে ক্রিপ্টো টোকেন ট্রন নিয়ে বেশ কিছু কথা লিখেছেন তিনি ৷ যা থেকে আমি ট্রন সম্পর্কে বেশ কিছু ধারনা অর্জন করি ৷ দাদার ব্লগটি ছিলো এমন কিভাবে ট্রন স্টেকিং করবেন ? (How to stake tron to earn rewards) ৷ এই পোস্টটি দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ট্রন স্টেকিং করার সিদ্ধান্ত নিয়েছে ৷

এরপরেই চেষ্টা করেছি ট্রন সম্পর্কে কিছু জানার ৷ অবশেষে আমি ট্রন সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করি এবং ট্রন জমানো শুরু করি ৷ আমি ঠিক করেছি প্রতি সপ্তাহে অন্তত কিছু হলেও ট্রন জমাবো আমার ট্রন ওয়ালেটে ৷ আজ আমি ২১ তম সপ্তাহে ১৬ ট্রন জমাবো এবং ট্রন জমানোর পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়ার চেষ্টা করাবোঃ

চলুন তাহলে দেখে আসি আমার ২১ তম সপ্তাহের ট্রন জমানোর স্টেপ গুলোঃ



ট্রন ডিপোজিট করার আগেই আমার ওয়ালেটের স্ক্রিনশট।


প্রথম স্টেপ:- প্রথমে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট এড্রেস কপি করে নিলাম।


দ্বিতীয় স্টেপ:- আমার স্টিমিট ওয়ালেট থেকে ১৫ ট্রন ডিপোজিট এড্রেসে পাঠিয়ে দিলাম ৷


ট্রন ডিপোজিট এর পরে আমার ওয়ালেটের স্ক্রিনশট।


পূর্বে আমার ট্রন ওয়ালেটে ৩৪০ ট্রন ছিলো ৷ ১৫ ট্রন জমানোর পর বর্তমান আমার ট্রন ওয়ালেটে ৩৫৬ ট্রন আছে ৷ আমার টার্গেট এ বছরের মধ্যেই এক হাজার ট্রন জমানোর ৷

২১ তম সপ্তাহে ১৫ TRX জমাতে পেরে আমার অনেক ভালো লাগছে। প্রত্যেক সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো আমি। আপনারাও ট্রন জমানোর চেষ্টা করতে পারেন ৷ ধন্যবাদ সবাইকে পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷ আজ এতটুকুই ছিলো ৷ আবার কথা হবে অন্য কোনো নতুন ব্লগে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷ শুভ রাত্রি.....



ধন্যবাদ সবাইকে

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy