ভিডিওগ্রাফি || কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য্য

nirob70 -


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে কচুরিপানা ফুলের কিছু ফটোগ্রাফি এবং একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে আমার সব সময়ই বেশ ভালো লাগে ৷ যদিও এসব বিষয়ে আমি তেমন একটা পারদর্শী নই ৷ তবুও মাঝে মাঝে মুঠোফোনে এসব কাজ করতে আমার বেশ ভালোই লাগে ৷ ভালোলাগা থেকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেও থাকি ৷ আজ সকাল বেলা একটু ঘুরতে গেছিলাম মাঠে ৷ মাঠে গিয়ে দেখি সেই কচুরিপানা ফুল গুলো চমৎকার ভাবে ফুটে আছে ৷ আজ আবার চকচকে করে রোদ উঠেছে ৷ এই রোদে কচুরিপানা ফুল গুলো দেখতে বেশ ভালো লাগছে ৷ এর আগেও একবার এখানে এসে এই ফুলের সৌন্দর্য উপভোগ করেছি আর ফটোগ্রাফি করে গেছি ৷ আজ আবারও ফুল গুলোর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে ফটোগ্রাফি করার ইচ্ছে হলো ৷ তাই সঙ্গের সাথী মুঠোফোনটা বের করে কয়েকটা ফটোগ্রাফি ক্যাপচার করে নিলাম ৷ আর ফটোগ্রাফি করার পাশাপাশি কয়েকটা শর্ট ভিডিও ক্যাপচার করে নিলাম ৷ এরপর বাড়ি এসে শর্ট ভিডিও গুলো হলকা এডিট করে ভাবলাম এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার যাক ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



কচুরিপানা ফুল গুলো দেখতে সত্যিই ভীষণ চমৎকার ৷ এই ফুলের সৌন্দর্য আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ আমি যতবার কাছে গিয়ে এই ফুল গুলি দেখি ততবারই ভীষণ ভালো লাগে আর মুগ্ধ হোই ৷ প্রকৃতি সত্যিই অসম্ভব সুন্দর ৷ প্রকৃতির এই ছোট ছোট সৌন্দর্য গুলোর জন্যই বোধহয় পৃথিবী এতো সুন্দর ৷ মাঠে জন্মানো এই কচুরিপানা ফুল গুলোর সৌন্দর্য দেখে আমার ভীষণ ভালো লাগে ৷ বেশ কয়েকটা ফটোগ্রাফি ক্যাপচার করি আজ কচুরিপানা ফুলের ৷ সেই সাথে এই ভিডিওগ্রাফিটাও করি ৷ আশা করি কচুরিপানা ফুলের এই দৃশ্যে গুলো আপনাদের সবাইকে মুগ্ধ করবে ৷


কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য্য ভিডিওগ্রাফি'র মাধ্যমে...

Loading iframe


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি কচুরিপানা ফুলের অপরুপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ভিডিওগ্রাফিঃ কচুরিপানা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 18 Dec 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏





আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...




@nirob70