তোমাকে ছাড়া। কবিতা নং :- ১০৩

nilaymajumder -

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।




সোর্স

আসলে আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি তখন তাকে আমরা সবসময় মন দিয়ে ভালোবেসে ফেলি। আর এই ভালোবাসায় আমাদের কোন ত্রুটি থাকলে আমরা সেই ত্রুটি গুলো আবার পুনরায় শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করি। আসলে এই পৃথিবীতে যে মানুষগুলো তার প্রিয় মানুষকে কাছে পেয়ে জীবনের সংসার করছে তাদের মত সুখী লোক আমার মনে হয় আর এই পৃথিবীতে একটিও নেই। কারণ এমন অনেকে রয়েছে যারা তাদের প্রিয় মানুষকে ভালোবেসেও তাদের প্রিয় মানুষকে নিজের করে কখনো পায় না। আসলে তাদের মত কষ্ট হয়তোবা পৃথিবীর অন্যান্য প্রেমিকেরা কখনোই পায় না। কিন্তু যখন এই প্রিয় মানুষটি আমাদের জীবনে নিজের করে আমরা পেতে পারি তখন থেকে আমাদের আরেকটা যুদ্ধ শুরু হয়।


আসলে এখানে আমি যুদ্ধ বলতো এই বুঝাচ্ছে যে, তাকে আমরা কি করে সুখে রাখবো এবং তাকে কখনো কোন কষ্ট দেবনা এইসব বিষয়ের দিকে আমরা সব সময় নজর রাখি। আসলে যে ভালোবাসায় দুটি মন সবসময় একই জিনিস চায় সেই ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। কারণ আপনি যে জিনিসটা চাইলেন এবং আপনার প্রিয় মানুষটা সেই জিনিস কখনোই চাচ্ছেনা তাহলে সেই ভালোবাসার পূর্ণতা কখনোই সঠিক হয় না। আর এজন্য যখন আমরা প্রিয় মানুষটিকে নিজেদের করে পেয়ে তাদের সাথে সংসার করতে থাকি তখন এই সংসারের মাঝে দুই একটা ভুল আমাদের অজান্তেই হয়ে যায়। আসলে এই পৃথিবীতে একমাত্র ভগবান ছাড়া আর কেউ নির্ভুল কখনো হতে পারে না। তবুও এই ভুলগুলো যদি প্রিয় মানুষগুলো আমাদের ধরিয়ে দেয় এবং পুনরায় আবার সঠিক কাজ করার সুযোগ দেয় তাহলে আমরা সেই সুযোগকে কখনো অপব্যবহার করবো না।


আসলে প্রিয় মানুষটি যদি ছোট্ট ভুলকে কেন্দ্র করে বড় কোনো ঝামেলার রূপ ধারণ করায় তাহলে সেই ঝামেলা মিটতে অনেক বেশি সময় লাগে। আসলে আমার মনে হয় যে মানুষ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়াটাই সবথেকে বড় বিষয়। আর যেখানে ভালোবাসা রয়েছে সেখানে ভালবাসার মানুষ যদি কোন ভুল করে তাকে ক্ষমা করে দেওয়াটা অবশ্যই দরকার। আর যেসব ভালবাসায় ক্ষমা নামক জিনিসটা কখনোই থাকে না সেসব ভালোবাসা আমার মনে হয় কখনো পূর্ণতা পায় না। কারণ ভালোবাসায় ক্ষমা জিনিসটা সবথেকে একটা বড় দিক। কারণ আপনি যদি আপনার প্রিয় মানুষের সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাকে আবার নতুন করে ভালবাসতে পারবেন তাহলে সেটি কিন্তু প্রকৃত ভালোবাসা। আর এজন্য আমাদের উচিত প্রিয় মানুষের ভুল ত্রুটিকে নিয়ে সেই মানুষটাকে আমাদের ভালোবাসা।


✠ তোমাকে ছাড়া ✠


কি আশায় বেঁধেছিলাম এই ঘর,
ওগো প্রিয় বল তুমি আমায়।
কেনো তুমি আমায় কষ্ট দেবে,
কেন তুমি ছেড়ে গেলে অবেলায়।


সোনার সংসার ছিল যে আমার,
ছিলনা কোন দুঃখ কষ্ট জীবনে।
সুখে-শান্তিতে বাস করতাম তোমায় নিয়ে,
আমাদের মত এত সুখী ছিল না ভুবনে।


সুখের স্মৃতি কত ছিল জীবনে,
ভেবেছিলাম বাকি জীবনটা এভাবেই থাকবো।
পূর্বের সকল কষ্টগুলো ভুলে,
তোমায় নিয়ে আবার নতুন করে বাঁচবো।


যা কিছু ছিল আমার কাছে,
সবই আমি তোমায় দিয়েছি মন খুলে।
কিছুই তো আর জমা ছিল না,
তোমাকে পেয়ে দুঃখ কষ্ট গেলাম ভুলে।


আসল নকল আমি কিছুই বুঝিনা,
আমি শুধু বুঝি তুমি আমার খাঁটি সোনা।
কিন্তু হঠাৎ করে কেন পাল্টে গেলে,
আমায় দিয়ে গেলে এত বেদনা।


কি এমন ভুল ছিল আমার,
মোটেও তুমি ক্ষমা করতে পারোনি।
মানুষ তো মাত্র ভুল করে,
ভুলগুলো কেন তুমি শুধরে দাওনি।


ফিরে এসো আবার আমার জীবনে,
সব অভিমান গিয়ে ভুলে,
নতুন করে আবার শুরু করি,
পুরনো কথাগুলো ঝেড়ে ফেলে।


তোমাকে ছাড়া আমি থাকতে পারিনা,
কারণ তুমি রয়েছো আমার হৃদয়ে।
সব ব্যথা আমি সইতে পারি,
তোমায় ছাড়া আমি নাহি থাকতে পারি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

সবাইকে ধন্যবাদ।

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।