ভয়কে করতে হবে জয়।

nilaymajumder -

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।




সোর্স


এই পৃথিবীতে সবাই কিন্তু একই রকম পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে না। কেননা এই পৃথিবীর অধিকাংশ লোকেদের মধ্যে আমরা অলস ধরনের মন মানসিকতা দেখতে পাই। এছাড়াও তারা সব সময় কি করে অন্যের ক্ষতি করা যায় এবং অন্যকে নিচের দিকে চেপে রাখা যায় সেই ধরনের চেষ্টা করে। কিন্তু যারা জীবনের কোন কিছুকে ভয় পায় না তারাই কিন্তু সব থেকে পরিশ্রমী হয়। আর এসব লোকেরা সব সময় কঠোর পরিশ্রম করতে থাকে এবং এই কঠোর পরিশ্রম করতে করতে তারা তাদের জীবনের শেষ সময় অব্দি চলে যাওয়ার জন্য দৃঢ় প্রকল্প করে। আসলে মানুষ হিসেবে যদি জীবনে কঠোর পরিশ্রম না করতে পারে তাহলে তাদের কি কেউ ভালোবাসবে না এবং তাদের মন মানসিকতা সবসময় খারাপ হতে থাকবে।


আর এই পৃথিবীতে যারা একবার ভয়কে জয় করতে পারে তাদের কাছে কোন বাঁধা-বিপত্তি কখনো বড় হয়ে দাঁড়াতে পারে না। কেননা জীবনের বাঁধা বিপত্তিতে কেউ যদি একবার আটকে যায় এবং সে যদি চেষ্টা না করে তাহলে সে কখনো সেই অবস্থা থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। আসলে নিজেদের জীবনের ভয় কাটিয়ে ওঠার জন্য শুধুমাত্র নিজেদেরকে চেষ্টা করতে হবে। কেউ এসে আমাদেরকে কখনো সাহায্য করবে না এবং কেউ আমাদেরকে কখনো একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে না। কেননা সবাইকে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজের মতো করে বাঁচার চেষ্টা করতে হবে। শুধুমাত্র কয়েকজন আমাদের মুখ দিয়ে বলতে পারে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল।


আসলে মানুষ আপনার ভালো-মন্দ সব সময় আলোচনা করবে। যদি আপনার কেউ ভালো চায় তাহলে তার শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। তারা কাছে এসে কখন আপনাকে সাহায্য করবে না। আর যারা আপনাকে সবসময় নিচের দিকে চাপিয়ে রাখতে ব্যস্ত তারা আপনার সম্মুখে বিভিন্ন ধরনের বাঁধা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লাগবে এবং আপনাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাবে। আপনারা যদি সেই ভয় পেয়ে একবার চুপ হয়ে যান তাহলে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার দ্বারা আর তেমন কোন কিছু করা সম্ভব নয়। কিন্তু এসব জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাদের অবশ্যই লড়াই করতে হবে এবং জীবনের সকল ভয়-ভীতিকে দূরে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে এগিয়ে জীবনে অবশ্যই উন্নত লাভ করতে হবে।


আর একবার যদি আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি এবং উন্নতির সিঁড়িতে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের সম্মুখে যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন সবকিছু আমাদের কাছে তুচ্ছ মনে হবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে অবশ্যই জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে এবং তারা জীবনে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের খারাপ কর্মকাণ্ড না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে যদি তারা সাহসী হয়ে জীবনের সকল ভয়কে জয় করতে পারে তাহলে তারা যেমন উন্নতি লাভ করতে পারবে তেমনি অপরদিক থেকে তারা সমাজের কল্যাণের সব সময় এগিয়ে আসবে। এজন্য আমাদের সবাইকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে এবং সাহসী হতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



ধন্যবাদ সবাইকে।

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।