New to Nutbox?

জরুরী কাজে একদিনের জন্য আবারো কক্সবাজার।

10 comments

nevlu123
79
4 days agoSteemit4 min read
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

জরুরী কাজে একদিনের জন্য আবারো কক্সবাজার।

20241119_202058.jpg

হঠাৎ করে একটি জরুরি কাজে আমি,আমার বন্ধু জুয়েল ও একটা দুলাভাই।আমরা তিনজন মিলে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিলাম।যদিও এর দুই থেকে তিন দিন আগেই কক্সবাজার থেকে ফিরে এসেছি।তবে সেটা আমি,আমার ওয়াইফ, জুয়েল ও তার ওয়াইফ সহ গিয়েছিলাম। আসার পর একটা জরুরী কাজে আবারো যেতে হলো।তবে সেটা এক দিনের জন্য।

আসলে আমরা সবাই যার যার জায়গায় অনেক ব্যস্ত। তবুও একটু সময় বের করে আমরা যাওয়ার প্রস্তুতি নিলাম।আর সেটা রাত্রের বেলায়।যাইহোক যেদিন যাব সেদিন দুপুরবেলায় ফেনীতে গিয়ে রাত ১১:৩০এর টিকিট কাটলাম।যথারীতি নয়টা ত্রিশ এ বাড়ি থেকে আমরা বের হয়ে গেলাম। তারপর দুলাভাই সহ সময়মতো ফেনী গিয়ে স্টার লাইন কক্সবাজার কাউন্টারে গিয়ে পৌঁছালাম।

সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর এরই মাঝে আমাদের বাস চলে আসলো।আমরা বাসে উঠে গেলাম এবং গাছ যথাসময়ে ছেড়ে দিয়েছে। বাস ড্রাইভার অনেক অভিজ্ঞ ছিল মনে হলো।কারণ সে বাইপাস রোড দিয়ে এত সুন্দর ভাবে ঘুরে ঘুরে অনকে জলদি আমাদেরকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে নামিয়ে দিল।আর সেটা মাত্র সাড়ে চার ঘণ্টার মধ্যে।এত তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে যাব সেটা কল্পনাও করতে পারিনি।

ওই যে বললাম অভিজ্ঞ ড্রাইভার, তাই পৌঁছে গেলাম।সেখানে গিয়ে কিছুক্ষণ সুগন্ধা বীচে হাটাহাটি করলাম। এরপরে একটা সিট ভাড়া নিয়ে সেখানে অনেকক্ষণ বিশ্রাম নিলাম। তারপর যখন সূর্য উদয় হতে লাগলো,তখন কিছুক্ষণ বীচের পাড় ঘোরাঘুরি করলাম এবং সূর্য উদয় শেষে আমরা নাস্তা করতে সুগন্ধা পয়েন্টের দিকে আবারো চলে গেলাম। তারপর সেখানে আমরা নাস্তা করে আবারো বীচ এর দিকে আসলাম।

20241105_060408.jpg

বীচ এর সেখানে কিছুক্ষণ আবারও ঘুরাঘুরি করলাম এবং সেখান থেকে চলে গেলাম ঐদিন রাতের জন্য টিকেট কাটতে। এবং আমরা সুগন্ধা পয়েন্ট স্টার লাইন টিকেট কাউন্টারের থেকে টিকিট কেটে নিলাম রাত সাড়ে ১১ টার জন্য। তারপর সেখান থেকে আবার চলে গেলাম লাবনী পয়েন্টে।লাবনী পয়েন্টে যাওয়ার পর ওইখানে এক স্থানীয় বন্ধু রয়েছে, তার সাথে দেখা করলাম।

20241105_083941.jpg

সবাই মিলে আবার একসাথে নাস্তা করলাম। নাস্তা করা শেষে আবারো আমরা লাবনী বীচের দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। তারপর সেখান থেকে আমাদের যে কাজ ছিল সে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।যথারীতি সেখানে ৩০ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এবং যথারীতি কাজ সেরে সেখান থেকে আবার লাবনী পয়েন্টে চলে এলাম।যাহোক বন্ধুরা আজকে আর বাকিটা শেয়ার করতে পারলাম না আগামী পর্বে বাকিটা শেয়ার করব। কষ্ট করে যারা ব্লগটি পড়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

20241029_150146.jpg

20241029_110342.jpg

যাইহোক আজকে এ পর্যন্ত কথা আর না বাড়িয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভ্রমণ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif


Nothing To Say

Comments

Sort byBest