তো বন্ধুরা আমি আজকে শীতকালীন কিছু প্রাকৃতিক দৃশ্য এবং শীতকালের যে রূপ বৈচিত্র্য সেগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।আজকে আমি অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব যেখানে শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান।আসলে অনেক জায়গা পরিদর্শন করে এই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন ফটোগ্রাফি।
Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন মুলার ফুলের ওপরে একটি মাছি বসে রয়েছে।শীতকালে মুলা বেশ জনপ্রিয় একটি সবজি আর এই মূলার ফুলগুলোও বেশ চমৎকার হয়ে থাকে। বিশেষ করে মুলার মধ্যেও কয়েকটি কালারের ফুল দেখতে পাওয়া যায়।ফুলের উপরে পোকাটি খুব চমৎকারভাবে বসে রয়েছে। আর এই অবস্থায় ফটোগ্রাফিটি করা।যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন ভিন্ন কালার ও ভিন্ন প্রজাতির গোলাপ ফুল। আসলে গোলাপ ফুল এমনিতে আমার ভালো লাগে আর গোলাপ ফুলের উপরে যদি কুয়াশার ফোটা পড়ে থাকে তখন এর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। মাঝে মাঝে নার্সারিতে গেলে গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে পারি। সত্যি বলতে এই ধরনের গোলাপ ফুল সব জায়গাতে দেখতে পাওয়া যায় না।তবে গোলাপ ফুলের মধ্যে আমার জানামতে ২৬৩ টি জাত রয়েছে। আর সেই জাতগুলোর মধ্যে এটি একটি ।
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন শীতের একদম পরিচিত একটি দৃশ্য।শীতকাল এলেই ধান কাটা এবং সেগুলোকে বেঁধে মাঠে রাখা এই ধরনের দৃশ্য চোখে ভাসে। এরপর সেগুলোকে আবার মাথায় করে বা গাড়ি করে তাদের বাড়িতে নিয়ে ধানগুলো সংগ্রহ করে।যদিও এই বছর আমাদের এলাকায় বন্যা হওয়ার কারণে ধান রোপন করা যায়নি। তবে এগুলো আমার আগে ফটোগ্রাফি করা ।
Location
#Device:S-G,M32
শীতকাল মানেই অন্যরকম ভালোলাগা। আর ভালোলাগার অন্যতম এক মাধ্যম হচ্ছে ব্যাডমিন্টন খেলা।এই ব্যাডমিন্টন খেলা আমার অনেক প্রিয় যদিও এখন তেমন একটা খেলা হয় না।একটা সময় অনেক রাত পর্যন্ত বাইরে থাকতাম শুধু ব্যাডমিন্টন খেলার জন্য।এই খেলাটি এই শীতকালের জনপ্রিয় খেলা এবং শীতকাল ব্যাতিরেকে এই খেলা খুব কম খেলা হয়। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।
Location
#Device:S-G,M32
শীতকাল এলেই হাঁসের পার্টি হবেই হবে। প্রতি শীতেই হাঁস অনেক বেশি খাওয়া হয়। বিশেষ করে শীতের সময় রুটি অথবা পরোটা দিয়ে হাঁসের মাংস বেশ মজাদার।হাঁস এমনিতেই আমার ভালো লাগে, আর শীতকালে একটু বেশি খাওয়া হয়। কারো লোভ লেগে গেলে আমি দায়ী নয়। যাইহোক শীতকালের এই হাঁসের পার্টির ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
শীতকালে খিরার চাষ অনেক বেশি হয়। গ্রামে গঞ্জে খিরার অনেক বড় বড় ক্ষেত দেখতে পাওয়া যায়। তবে এখন সেটি কমে যাচ্ছে কারণ মানুষ দিন দিন অলস হয়ে যাচ্ছে।আর এই কারণে মূলত খিরা বলুন বা অন্যান্য শাকসবজি বলুন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অনেকদূর হেঁটে গিয়েও আপনি একটি খিরার ক্ষেত দেখতে পাবেন না বর্তমানে এই অবস্থা। যাইহোক একটি খিরার ক্ষেত নিজের চোখের সামনে দেখলাম। তাই সেটার ফটোগ্রাফি করলাম। আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
এখন দেখতে পাচ্ছেন সুসজ্জিত একটি নার্সারি যেখানে অনেকগুলো পিটুনিয়ার জাত রয়েছে। সারি সারি বাঁশ বেঁধে রেখেছে আর সেই বাঁশের উপরে খুব সুন্দর ভাবে টবগুলো একসাথে বেঁধে রাখাতে অনেক বেশি চমৎকার লাগছে। নার্সারিটি বেশ চমৎকার আমাদের বাজার থেকে এক বাজার পরেই এই নার্সারিটি রয়েছে। যেখানে মাঝে মাঝে ফটোগ্রাফি করার জন্য যাই।আশা করছি দৃশ্যটি আপনাদের মন কেড়ে নেবে।
এখন দেখতে পাচ্ছেন একটি প্রজাপতি পাতার উপরে বসে রয়েছে। এই প্রজাপতি আকারে ছোট তবে কুয়াশা পড়া পাতার উপরে এই সকালবেলা এই প্রজাপতি বসে রয়েছে দেখতে ভালো লাগছিল তাই ফটোগ্রাফি করে নিলাম, আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম।এরকম ফটোগ্রাফি মাঝে মাঝে করা হয়, কারণ এদিক ওদিক বের হলে এইরকম দৃশ্য চোখে পড়ে। আশা করছি আপনাদের পছন্দ হবে।
VOTE @bangla.witness as witness
OR
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।