(জেনারেল রাইটিং)শুধু অক্লান্ত পরিশ্রম নয় বরং ভাগ্যেরও প্রয়োজন হয় সফলতা পেতে।

nevlu123 -
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শুধু অক্লান্ত পরিশ্রম নয় বরং ভাগ্যেরও প্রয়োজন হয় সফলতা পেতে।

বন্ধুরা আজকে কোন বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সেটি টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। আর প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। তো সেই হিসেবে আজকে কি বিষয় লিখব সেটা চিন্তা করতে লাগলাম, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো। কারণ অনেকেই বলে যে আসলে ভাগ্য বলতে কিছু নেই শুধু পরিশ্রম করলেই বা চেষ্টা করলেই সফলতা আসবে।

তো হঠাৎ করে এ বিষয়ে কিছু রিচার্স করে দেখলাম তখন আমার মনে হলো আসলে কথাটা ঠিক নয়। বা কথার এপিট ওপিট রয়েছে।তাই চিন্তা করলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি।যাই হোক আমি আজকে এ বিষয়টিকে কেন্দ্র করে নিজের মত করে কিছু কথা শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিষয়বস্তু।

আমি মনে করি ভাগ্য বলে কিছু অবশ্যই আছে। যারা ভাগ্য বলে কিছু নেই এটা মানে তারা এ বিষয়ে অবগত নন যেটা আমি মনে করি।মূলত একটি বিষয় আমাদের সবারই যানা আছে আর সেটি হলো বিধাতা যার যার ভাগ্য অনেক আগেই লিখে রেখেছেন। হয়তো আমরা নিজের ভাগ্যে কি আছে সেটা আমরা জানি না। আর সেজন্যই আমরা চেষ্টা করতে থাকি। চেষ্টা পরিশ্রম সবকিছু দিয়ে সফলতার কাঠগড়ায় পৌছাতে চাই।

কিন্তু বিষয় হচ্ছে যদি ভাগ্যে লেখা থাকে তাহলে চেষ্টা এবং পরিশ্রম সবটাই সফল হবে। তখন চেষ্টা এবং পরিশ্রম এ দুটো সফলতার কাজে আসবে।আর ভাগ্যে যদি কোন জিনিস লেখা না থাকে। তাহলে হাজার চেষ্টা, হাজার পরিশ্রম করেও সেটি পাওয়া সম্ভব নয়। আর এরকম অসংখ্য প্রমাণ আমি নিজ চোখে দেখেছি।আবার আরেকটি বিষয় চিন্তা করে দেখুন বিধাতা মানুষকে সৃষ্টি করেছেন।

আর তার সাথে সাথে প্রত্যেকটি মানুষের জন্য রিজিক দিয়ে দিয়েছেন পৃথিবীতে। তবে এ পর্যায়ে যদি কেউ চিন্তা করে বিধাতা তো আমার জন্য রিজিক দিয়ে দিয়েছে, আমি ঘরের মধ্যে বসে থাকলে আমার রিজিক আমার কাছে চলে আসবে। বা আমি যেটা খেতে চাই সেটা আমার খাওয়া হয়ে যাবে এটা নিতান্তই ভুল।আসলে বিধাতা সবার জন্য রিজিক বন্টন করে রেখেছেন।তবে সেটা নিজে পেতে হলে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে।

রুজি রুটির জন্য, বা সে রিজিকের জন্য নিজেকে পরিশ্রম করতে হবে,অথবা চাকরি করতে হবে।সেজন্যই মূলত এটা মানতে বাধ্য যে শুধু পরিশ্রমেই সফলতা মিলবে না, যদি না ভাগ্যে থাকে। আর যদি সত্যি সত্যি ভাগ্যে থাকে তখন সে চেষ্টা ও পরিশ্রমের ফলে সেই সফলতা খুঁজে পাবে।আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো যদি ভাগ্যে থাকে সেটি অল্প পরিশ্রমের ফলেই সফলতা পেয়ে যায়।আর যার ভাগ্যে থাকে না সে সারা বছরও যদি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায় তবুও তার ভাগ্যে জুটবে না।

কারণ আপনি শত চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করেও যেমন চাঁদকে ধরতে পারবেন না। তাহলে আপনার চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের বাহাদুরি টা কোথায়। যাইহোক অনেকেই দেখি এই বিষয়টাকে গুলিয়ে ফেলে। যাই হোক বেশি কথা আর বললাম না হঠাৎ করে বিষয়টি মাথায় আসলো তাই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম।আজকের বিষয়টি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্য মন্তব্য করে জানাবেন।

আজকের এই কথাগুলোর মাঝে জাস্ট নিজের আবেগে যা ধরেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy





ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

𝒩ℰ𝒱ℒ𝒰123

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile