পুশ নিয়ে সবার এত আশা আকাঙ্ক্ষা কেন।
6 comments
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পুশ নিয়ে সবার এত আশা আকাঙ্ক্ষা কেন। |
---|
ফটোটি ডিস্কোর্ড এর মিডিয়া সার্বার থেকে নেয়া।
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করার উদ্দেশ্যেই বসলাম।তখন পোষ্ট লেখার আগে প্রথমেই পুশের রেট দেখলাম,আর রেট কিছুটা রিকভার করেছে দেখে ভালো লাগলো।তাই ভাবলাম যে পুশকে নিয়ে আজকে কিছু কথা শেয়ার করা যাক।তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন শুরু করি।
আসলে পুশ নিয়ে শুধু আমার বাংলা ব্লগেই নয় বরং আমার বাংলা ব্লগের বাইরে ও অনেকের আশা আকাঙ্ক্ষা রয়েছে।তার একটি মাত্র কারণ পুশের ভালো পারফরমেন্স ।পুশের এত পুপুলারিটি দেখে সবাই পুশ কে নিয়ে মনে মনে স্বপ্নে বাসা বেধেছে।আমার বাংলা ব্লগের বাইরে আমার কিছু আগের পরিচিত লোকদের কাছেও পুশ আশা আকাংক্ষার বস্তু হয়ে আছে।আর তারা ও তাদের যত টুকু স্বম্ভব পুশ কিনে হোল্ড করে রেখেছে।
আসলে বর্তমানে আমরা সবাই পুশ নিয়ে অনেক স্বপ্ন দেখি। আর স্বপ্ন দেখার কতগুলো কারণ ও আছে।তার সব চেয়ে বড় কারণ আমাদের দাদার পুশ নিয়ে রোড ম্যাপ বা উনার অক্লান্ত পরিশ্রম। তিনি এই পুশকে ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য যত রকম শ্রম দেয়ার দরকার তা দিচ্ছেন। আর দাদার এত এত শ্রম বা সুপরিকল্পিত রোড ম্যাপ সবাইকে আশা আকাঙ্ক্ষা যাগিয়েছে।
আসলে আমরা সবাই যানি দাদার এই পর্যন্ত যত প্রজেক্ট আছে সব সফল হয়েছে।আর দাদার এই পুশ প্রজেক্টও আশা করি সফল হবেই।কারন দাদার এত এত ব্যস্ত সময়ের মাঝেও পুশকে নিয়ে সুগঠিত পরিকল্পনা এটা নিতান্তই আমাদের সবার জন্য কল্যাণকর । তাই দাদাকে অনেক অনেক ধন্যবাদ, সবার কথা চিন্তা করে এই মিমি ফান কয়েনটি এই প্লাটফর্ম এ নিয়ে আসার জন্য।
মূলত পুশ নিয়ে সবার আশা আকাঙ্ক্ষার কারণ হচ্ছে পুশ এর যেভাবে পপুলারিটি বৃদ্ধি হচ্ছে। যেভাবে ভালো একটি পজিশনে অল্প সময়ের মধ্যে এসেছে, এটি আসলে সবার মন কেড়ে নিয়েছে। আর একারণেই মূলত সবার আশা আকাঙ্ক্ষার বস্তু হয়ে আছে পুশ। সবাই অনেক বড় আশা নিয়ে রয়েছে যে পুশ একটা সময় সকল ক্রাইপ্টো হোল্ডারদের কাছে জায়গা করে নিবে। আর আমি মনে করি এতেই সফলতা।
কারণ সবার কাছে পুশ পৌঁছে যাওয়া মানে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর এটা ঘটলে তখন দেখা যাবে পুশের হাই রেট হয়ে গিয়েছে। আর এভাবেই মূলত পুশ দিন দিন অনেক উপরে চলে যাবে। আর আমরা সবাই চাই পুশ যাতে ক্রাইপ্টো মার্কেটে ভালো একটি পজিশন দখল করে থাকে। এতে করে আমাদের সকলের জন্যই অনেক বেশি উপকার হবে। যাই হোক সবাই পুশকে নিয়ে এভাবেই এগিয়ে যাবেন এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবারো হাজির হবো কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পুশ কয়েন । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Nothing To Say
Comments