New to Nutbox?

সিজন ৪ এর টার্গেট পূর্ণ হলো।

12 comments

nevlu123
79
3 days agoSteemit3 min read
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWZs6KW3pKFLDZ7LMe36ksAJUVsgvBjHDAmFhuMcC9WiVZDNjfEyQ5u8yvw8hDuJMrVJg6bYHk.png

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।আর সেটি হলো সিজন ৪ এ আমার সর্বমোট ৭২০৭ স্টিম পাওয়ার অর্জন হয়েছে।আর সিজন ৪ এ আমার এ 8x ডলফিন হওয়ার টার্গেট ছিলো সেটাও পূর্ণ হল।আর সেটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছ আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার। কিন্তু বর্তমানে আমি ৪০৫৯২ প্লাস স্টিম পাওয়ার এচিভ করে ৮-এক্স ডলফিন এ পদার্পণ করেছি।যদিও আমার টার্গেট ছিল আট এক্স ডলফিন হওয়া, এটি আমার জন্য অনেক বড় পাওয়া,আর এতে আমি অনেক গর্ববোধ করি। যদিও এতে আমি অনেক ইনভেস্টও করেছি। কিন্তু ইনভেস্টের পাশাপাশি নিজের ইনকাম থেকেও মেক্সিমাম স্টিম পাওয়ার আপে লাগিয়েছি।

যার কারণে ২০২৪ সালের ১৭ এ নবেম্বরের মধ্যেই আমি ৪০০০০ হাজার প্লাস স্টিম পাওয়ার করে ফেলেছি। যদিও ২০২৪ সালে আমার টার্গেট ছিল আট এক্স ডলফিন হওয়া, আর সেটা অতিক্রম করে ডিসেম্বর এর আগ পর্যন্ত আরও কিছু এসপি অতিরিক্ত অর্জন করতে পেরবো। এতে করে আমার কাছে অনেক ভালো লাগছে।

সত্যি বলতে এই প্লাটফর্মে কাজ করতে হলে স্টিম পাওয়ার দরকার আছে। আর সেই পাওয়ার এচিভ করাটা কষ্টসাধ্য বিষয়। বর্তমানে রেট পড়ে যাওয়ার কারণে, অনেকে অনেক কষ্ট করে পাওয়ার আপ করতেছে। তারপরও নিজেকে কেউই থামিয়ে রাখেনি, প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছি এবং পাওয়ার আপ করে যাব। আগামী ২০২৫ সালে আমার নতুন টার্গেট থাকবে,সেটা সিজন ৫ এ শেয়ার করবো।আর সেই টার্গেটে আমি লক্ষ নির্ধারণ করে এগিয়ে যাব। আপনাদের অনুপ্রেরণা ও উৎসাহ ও সাপোর্ট অবশ্যই কাম্য।

বন্ধুরা আমার এই অনুভূতিটুকু, আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছি। কারণ এই প্লাটফর্ম এ কাজ করতে হলে স্টিম পাওয়ার দরকার আছে। সেই স্টিম পাওয়ার এচিভ করতে পেরেছি, সেজন্য আপনাদের মাঝে আজকে এই ব্লগটি তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ জানাই @rex-sumon ভাইকে।তার উৎসাহ ও অনুপ্রেরণায় আজ এতদূর।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif


Nothing To Say

Comments

Sort byBest