সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

nevlu123 -
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

ফুলটা দেখে নিশ্চয়ই সবাই চিনে গেছেন এটা কি ফুল। এটা হল কসমস ফুল। সাধারণত আমরা অনেক ধরনের কসমস ফুল দেখে থাকি। মূলত কয়েক রঙের কসমস ফুল দেখা যায একসাথে। আর এই ফুলের ছবিটি তুলেছিলাম চট্টগ্রামে জাম্বুরী পার্কে। কক্সবাজারে যাওয়ার আগের দিন যখন চট্টগ্রামে একদিন অবস্থান করেছিলাম তখনই মূলত এই জাম্বুরি পার্কে গিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। তার মাঝে কসমস ফুল গুলো কয়েকটা জায়গায় লাগানো ছিল। আর ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। তার মাঝে একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি।

২নং -ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেকেরই অপরিচিত ফুল। এই ফুলটা হলো এলাচির ফুল। মূলত নার্সারিতে যখন যাই তখন বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। আদা, এলাচি থেকে শুরু করে অনেক ধরনের ফুল, ফল এবং ঔষধি গুণসম্পন্ন গাছ থাকে সেখানে। অনেক আগে যখন নার্সারিতে গিয়েছিলাম তখন এলাচির ফুল দেখেছিলাম। ফুলগুলো দেখতে একদম অন্যরকম ছিল। কালার টাই তো মন কেড়ে নেয়।এরকম ফুল গুলো সচরাচর সব নার্সারিতে দেখা যায় না।

৩নং-ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

এই ছবিটি অনেক আগে তোলা। মূলত শীতকালে যখন আমাদের ছাদের উপরে টমেটো গাছ রোপন করেছিলাম তখন অনেকগুলো টমেটো ধরেছিল। কিছু টমেটো বড় হতে হতেই কিন্তু পোকা ধরে ফেলেছিল। যাই হোক এই ছবিগুলো তুলেছি টমেটো যখন প্রথম গাছে এসেছিল তখন। কয়েকটা টবের মধ্যে আমি টমেটো গাছগুলো লাগিয়েছিলাম। প্রতিবছরই চেষ্টা করি টমেটো এবং মরিচ গাছ লাগানোর জন্য। পাশাপাশি আরো কিছু সবজি গাছ রোপন করা হয়। তার মাঝে ছাদের উপরে বিভিন্ন রকম গাছ লাগাতে খুবই ভালো লাগে। আর নিজের গাছের সবজি বলে কথা তা তো আরো আনন্দের বিষয়।

৪নং-ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

ধুন্দল ফুলের উপরে একটা প্রজাপতি বসে আছি।ছাদের উপরেই এই ছবিটি তোলা হয়েছিল।এভাবে ছবি তোলা আসলে কিছুটা কষ্টকর হয়ে পড়ে। কারণ যখন ফুলের মাঝে এরকম মৌমাছি বা প্রজাপতিগুলো বসে তখন সাথে সাথে ক্লিক করে নিতে নিতেই কিন্তু এগুলো উড়ে চলে যায়। কখনো দূর থেকে তোলা হয়। আর নয়তো কাছে গিয়ে ধীরে ধীরে ছবিগুলো তুলতে হয়। ওই যে বললাম ছাদে অনেকগুলো সবজি গাছ রোপন করা হয়। তার মাঝেই ধুন্দল ফুলের মাঝে প্রজাপতি নিয়ে একটা ছবি তুলে ফেলেছিলাম। মাঝে মাঝে ছাদে গেলে এমন কিছু চোখে পড়ে যা ফটোগ্রাফি করে ফেলি। এজন্যই আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে।

৫নং-ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

মাঝে মাঝে এদিক-সেদিক যখন ঘুরাঘুরি করি রাস্তার ধারে বা জমির আশেপাশে জায়গা গুলোতে অনেক ধরনের পোকামাকড় দেখা যায়। এই মাকড়সাটি হলো একটা বন্যা মাকড়সা। একটা জায়গায় হাঁটতে গিয়েছিলাম তখন একটা পাতার মধ্যে দেখেছি। রাস্তার ধারে হওয়ার কারণে ছবি তুলতে মোটামুটি সুবিধা হয়েছে। আসলে এইরকম মাকড়সা গুলো ঘরে না থাকলেও বাইরে বন জঙ্গলে বা গাছের মধ্যে দেখা যায়। একটু লক্ষ্য করলেই দেখবেন এটা অন্যরকম একটা মাকড়সা, হয়তো বিষাক্তও হতে পারে।

৬নং-ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

গ্রামাঞ্চলে আশেপাশে অনেক ধরনের বন্য গাছ দেখা যায়। যেগুলোর আসলে নাম বলা সম্ভব হয় না।কিন্তু এই ফুল গাছের পাতাগুলো নাকি বিভিন্ন রকম পোকা দমনে ব্যবহার করা হয়। যদিও আমরা কখনো এটা ব্যবহার করিনি, তবে শুনে এসেছি। আমি এই ছবিটা তুলেছিলাম পুকুরপাড়ে। কারণ পুকুর পাড়ে যেহেতু বিভিন্ন রকম গাছ রয়েছে সেই গাছগুলোর ফাঁকে এই গাছটা ছিল।যদিও আমাদের এলাকায় এটি বিষ কাটালি নামে পরিচিত,তবুও এর সঠিক নাম আমার জানা নেই।

৭নং-ফটোগ্রাফি

Location
#Device:S-G,M32

এই ফুল টা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। এর কারণ হলো একটা ফুলের মাঝে আরেকটা ফুল। যদিও পাতাবাহার দেখতে অনেকটা ফুলের মত এজন্যই বলা। তার মাঝে যদি এত সুন্দর ফুল হয় তাহলে তো কথাই নেই। আমাদের বাড়ির সামনে এই পাতাবাহারের গাছ রয়েছে। আর পাতাবাহারের কলির মাঝখানে এই ছোট্ট ফুলটা থাকে। ফুল টা দেখতে কিন্তু আলাদা রকম সুন্দর লাগে। যদিও এর কোন সুগন্ধ নেই তবে দেখতে কিন্তু দারুন লাগে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy





ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

𝒩ℰ𝒱ℒ𝒰123

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile