আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৮,আম,লিচু,আর তালের ডাব দিয়ে তৈরি মিক্স ফ্রুট ডেজার্ট।

nevlu123 -

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৮,আম,লিচু,আর তালের ডাব দিয়ে তৈরি মিক্স ফ্রুট ডেজার্ট।

আমার বাংলা ব্লগ মানে ভিন্ন কিছু এবং ভিন্ন কিছুর আয়োজন। যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকম কন্টেস্টের আয়োজন করা হয়। আর সেই পরিপ্রেক্ষিতে এবারও আয়োজন করা হয়েছে দারুন একটি রেসিপি কনটেস্ট।আর বর্তমান সময়টা হলো বিভিন্নরকম ফলের মৌসুম।গ্রীষ্মকালে গরম হলেও এই ফলমূল খেতে ভালোই লাগে। সিজনাল ফল গুলো সিজনে যেমন স্বাদের হয় অন্য সময়ে তেমন সুস্বাদু লাগে না।বাজারে তো সিজন ছাড়াও ফলমূল থাকে।



যাইহোক আমি মূলত সিজনাল ফল দিয়েই আজকের রেসিপিটা করেছি। ডেজার্ট এর মাঝে দুধ থাকবে না তা কি হয়।তাই সাথেই আমি দুধ আর সাবুদানা দিয়ে ক্রিমি একটা ডেজার্ট রেডি করলাম।এর মাঝেই তো বিভিন্নরকম ফল যোগ করলাম।! এটা একদম ইউনিক একটা রেসিপি, কারণ ইউটিউব বা অন্য কোনো স্যোশাল মিডিয়ায় আজ অব্দি এমন রেসিপি দেখিনি।এটা সম্পূর্ণটাই আমার নিজের অভিরুচিতে তৈরি করা।

আর এই রেসিপিটা যেভাবে কল্পনা করেছিলাম ঠিক সেভাবেই বানাতে সক্ষম হয়েছি। খেতে এত এত মজা ছিল যে ভাগে কম পড়ে গেল। মুখে দিতেই নরম নরম তালের শাঁস, লিচু আর আম দাঁতে পড়ে। আর পরে কিউব করে রাখা একটু শক্ত তালের শাঁস দেয়াতে খেতে বেশি মজা লেগেছিল। সর্বোপরি আমি নিজেই এই নতুন রেসিপির প্রেমে পড়ে গেলাম। এককথায় একদম মুখে লেগে থাকার মত একটা রেসিপি এটি।যাইহোক অনেক কথা ই তো বললাম।মজাদার এই রেসিপিটি কিভাবে বানালাম সেটা দেখে আসুন সবাই।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
আম৩টি
কাঁচা তাল৪টি
লিচু৮টি
দুধ পাউডার৩টেবিল চামচ
সাবুদানা১/২কাপ
চিনি১/২ কাপ
বাদামকুচিইচ্ছেমতো
পানি৪ কাপ

প্রথম ধাপ

প্রথমেই ৩টি নরম তালের ডাব কেটে নিলাম। আবার একটা শক্ত ডাবও কেটে নিলাম তারপর এগুলোর শাঁস বের করে নিলাম।

দ্বিতীয় ধাপ

এখন নিয়ে নিলাম তিনটি পাকা আম। তারপরে এগুলোর খোসা ছাড়িয়ে নিলাম।

তৃতীয় ধাপ

সাবুদানা গুলোকে ভালোভাবে ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখলাম। তারপর পাকা আমগুলোর পাল্প বের করে নিলাম।

চতুর্থ ধাপ

একটা কড়াইতে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর ভিজিয়ে রাখা সাবুদানা গুলো দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করলাম। যখন ট্রান্সপারেন্ট হয়ে এলো তখন এগুলো নামিয়ে পানি ছেঁকে নিলাম।

পঞ্চম ধাপ

আবারো সেই পাত্রে দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। তারপর এটা গরম হয়ে এলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিলাম।

ষষ্ঠ ধাপ

তারপর এই দুধের মিশ্রণের মধ্যে সিদ্ধ করে রাখা সাবুদানা গুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এখন তালের যে নরম শাঁস ছিল সেগুলো দিয়ে দিলাম।

সপ্তম ধাপ

এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর বাদামকুচি আর লিচু কুচি দিয়ে দিলাম।

অষ্টম ধাপ

এ পর্যায়ে সব কিছু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এটা অনেকটা ঘন হয়ে এলে এর থেকে অর্ধেক পরিমাণ তুলে নিলাম। বাকি অর্ধেকের মধ্যে আমের পাল্প দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। ঘন হয়ে এলে নামিয়ে নিলাম।

নবম ধাপ

এখানে তালের যে শক্ত শাঁস ছিল সেগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আবার একটা পাকা আম কিউব করে কেটে নিলাম ডেকোরেশন এর জন্য।

দশম ধাপ

এখন একটা ডেজার্ট কাপের মধ্যে প্রথমে আমের পাল্প দিয়ে রান্না করা মিশ্রন দিলাম। তারপর যেই সাদা মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিলাম। তার উপরে আবারো আমের পাল্প দিয়ে তৈরি করা মিশ্রণ টা দিলাম। এর উপরে কিউব করে রাখা তালের শাঁস এবং আম দিয়ে দিলাম দিলাম। ব্যাস ডেকরেশন তৈরি হয়ে গেল। এভাবে আরও দুটি গ্লাসের মধ্যে নিয়ে সাজিয়ে নিলাম।

পরিবেশন

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

𝒩ℰ𝒱ℒ𝒰123

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।