জরুরী কাজে একদিনের জন্য আবারো কক্সবাজার।( ফিরে আসার দিন)। |
---|
এরপর দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষে স্থানীয় বন্ধুটির একটি বাসা ছিল লাবনী পয়েন্টে। সেখানে আমরা কিছুক্ষণ আরাম করলাম।আরাম করা শেষে আমরা আবার সেই বন্ধুসহ কিছুক্ষণ আড্ডা দিলাম এবং রাজা চায়ের আসরে গিয়ে রাজা চা খেলাম। এরপর সেখান থেকে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে অন্য একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম।
সেখানে লাইভ শো হচ্ছিল, একটা শিল্পী সেখানে গান গাইতেছিল। আর সেই রেস্টুরেন্টে আমরাও গেলাম এবং কফি খেলাম। সবাই কপি খেতে খেতে গান শুনতে লাগলাম।গানগুলো বেশ ভালই লাগছিল কারণ অনেক পুরনো ও প্রিয় কিছু গান গাইছিল।শিল্পী টি যদিও অপরিচিত তবে গলা বেশ ভালো ছিল।
অনেক বড় এবং খুব চমৎকার একটি রেস্টুরেন্ট। উপরের দিকে কিছু তিমি এবং সমুদ্রের আরো কিছু উদ্ভিদের আকৃতিতে ডেকোরেশন করা হয়েছে এবং লাইটিং থাকার কারণে এটি দেখতে বেশ ভালো লেগেছিল। অনেকক্ষণ বসার পরে সেখান থেকে আমরা চলে আসলাম। আমরা যেহেতু রাত্রিবেলায় সাড়ে এগারোটায় আবার ব্যাক করতে হবে। তাই ওই বন্ধুসহ রাতের খাওয়া-দাওয়ার জন্য চলে গেলাম।
আমরা খাওয়া-দাওয়ার জন্য লাবনী পয়েন্ট থেকে সুগন্ধার কাছাকাছি একটা জায়গাতে গেলাম, যেখানে কাচ্চি ডাইন রয়েছে। আমরা ফেরার আগে কাচ্চি ডাইন এ খাওয়া-দাওয়া করার জন্য ঢুকলাম। আমরা তিনজন আর সেই বন্ধু ও তার মামাতো ভাই। সবাই মিলে কাচ্চি ডাইন এ গিয়ে বসলাম এবং খাবার অর্ডার করলাম। তবে কাচ্চি ডাইন যদিও চারিদিকে পপুলার, তবে আমার মতে কক্সবাজারের কাচ্চি ডাইন এর খাবার আমার তেমন একটা ভালো লাগেনি।
আমাদের ফেনীতে যে কাচ্চি ডাইন রয়েছে সেখানে খাবারের মান আরো অনেক উন্নত ছিল। যাইহোক যেহেতু সবাই মিলে খেতে গেলাম খাওয়া-দাওয়া শেষ করলাম। খাওয়া-দাওয়া শেষ করে সেখান থেকে আমরা যথা সময়ে বাস কাউন্টারে এসে পৌঁছালাম। আমারা বাসে উঠে যাওয়ার আগ পর্যন্ত সেই বন্ধু ও তার মামাতো ভাই অপেক্ষা করেছিল। যখন বাস এসেছে এবং আমরা উঠে যাচ্ছি তখনও পর্যন্ত তারা দাঁড়িয়ে ছিল।সেই বন্ধুটি অনেক আন্তরিক,যেকোনো সময় গেলে আন্তরিকতার কমতি থাকে না।
যাইহোক সবকিছু শেষে আমরা ভোররাত্রে পৌঁছে গেলাম ফেনীতে। তারপর সেখান থেকে আমরা সবাই ঘুম ঘুম চোখে একরাশ ক্লান্তি নিয়ে একটা সিএনজি করে আমাদের গন্তব্যে চলে গেলাম।তো বন্ধুরা এই ছিল আজকের মত। যারা কষ্ট করে পড়েছেন সবাইকে ধন্যবাদ।যাইহোক আজকে এ পর্যন্ত কথা আর না বাড়িয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ভ্রমণ। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।