বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- বিবেকহীন রাজ্যে আজ মানবতার অভাব।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আবৃত্তিঃ-
@nevlu123
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
বিবেকহীন রাজ্যে আজ মানবতার অভাব,
হিঃসা বিদ্বেষ নিয়ে চলাই কারো স্বভাব,
ভালোবাসার বিন্দুমাত্র ছোয়া নেই কোথাও,
আন্তরিকতা কী জিনিস মনকে সুধাও।
মানবতা আর মানবিকতা নেই যার কাছে
সে নেই কোন প্রকার মানুষের আশে পাশে
তার বিচরণ সর্বদায় অমানুষের দলে
যদিও সবাই মুখ দেখে বাহবা বলে।
আত্মলোভী আত্মকেন্দিক মানুষের সমাহার,
এরই মাঝে মানবতা কিভাবে করে বিস্তার?
চোখের দেখায়,কানের কথায় আছে বিশাল তফাৎ,
সৃষ্টিকর্তা সদয় হলে কি হয়, না হয় হঠাৎ।
হিংসা মানুষকে ধ্বংস করে
গড়ে তোলে মনের অতলে পাহাড়।
মানুষকে তখন মনে হয় না মানুষ।
কারণ এই হিংসুটেরাই অমানুষ
মানুষের শহরে হিংসুটের রাজ্য বড্ড বেমানান।
অমানুষ আর হিংসুটদের নেই মান সম্মান
এদের থেকে বিরত থাকা মানুষদের উচিত
কারণ অমানুষরা মানুষকে বোঝার নেই জ্ঞান হীতাহিত
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
VOTE @bangla.witness as witness
OR
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।