হাঁস কিনতে চর এলাহি যাওয়া। |
---|
এইতো দুদিন আগে হঠাৎ করেই আমি এবং আমার বোনের হাসব্যান্ড দুজনে মিলে গল্প করতে করতে বললাম শীত এলো কিন্তু হাঁস খাওয়া হচ্ছে না। হাঁসের পার্টি দেওয়া যায় কিনা। তখন ভাইয়া বলল হ্যাঁ দেওয়া যায় তবে হাঁস কোথায় থেকে নিবে। তখন আমি আমাদের আশেপাশের একটি বাজারে কথা বললাম। তখন তিনি বললেন সেখানে নয় বরং অন্য একটি জায়গায় আরো ভালো হাঁস পাওয়া যায়।
যথারীতি দুজনে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে চর এলাহি বাজার থেকে হাঁস কিনে আনবো। ওখানে ভালো হাঁস পাওয়া যায়।দুজনে মিলে একটা তারিখ নির্ধারণ করলাম ওই তারিখে আমরা যাব। তবে আমাদের সাথে আরেকজন লোক যাওয়ার কথা ছিল।যদিও সে পরে যেতে পারেনি। যাইহোক তার পরিবর্তে আমার ভাগিনা আমাদের সাথে গিয়েছে।তো আমরা দুই বাইকে করে রওনা হলাম।
তিনি বললেন হ্যাঁ অনেক হাঁস উঠবে, তবে এখন না খাওয়ার পরে। তখন আমরা সেখান থেকে এলাহি ঘাটের দিকে চলে গেলাম। সেখানে অনেকক্ষণ ঘুরাঘুরি করে কিছু ফটোগ্রাফি করে সেখান থেকে আবার ফিরে এলাম চর এলাহি বাজারে।এরপর খাবারের সময় হলো তখন দেখতে পাই কিছু কিছু কাঁচামালও আসতে লাগলো বাজারের দিকে। আর কিছু বড় ব্যবসায়ী সবগুলো কাঁচামাল নিয়ে নিচ্ছে পাইকারি ধরে।
যেমন ধরুন আমাদের সামনে কুমড়ার পিস ৪৫ টাকা করে নিয়েছে। এক একটা কুমড়া দুই কেজি থেকে শুরু, উপরে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হবে। আর ওই লোক ১কেজি ৫০ টাকা করে সেল দিবে।যাইহোক এইরকম অনেক কিছুই দেখলাম।অনেকক্ষণ ঘুরাঘুরির পর আমরা হোটেলে খেতে গেলাম।খাওয়া দাওয়া শেষ করে আবার বাজারের দিকে গেলাম, তখন দেখলাম কয়টি লোক হাঁস নিয়ে বাজারে আসলো।
যাইহোক বাকিটা আরেকদিক শেয়ার করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।