অলস দিনে বসে বসে ছবি আঁকলাম। আর্ট পোস্ট।

neelamsamanta -

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।







আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



এক একটা দিন খুব অলস ভাবে কেটে যায়। আজও সে রকমই একটা দিন। বাড়ি ভর্তি কাজ অথচ সকাল থেকে কোন কাজ করতেই মন হলো না। চুপ করে এক জায়গায় বসে কাটিয়ে দিলাম সারাদিন। সকালেই ভেবেছিলাম একটা কিছু এঁকে আর্ট পোস্ট করি। কিন্তু সেই আঁকা আঁকতে বিকেল গড়িয়ে গেল। বুধবার দিনটা চেষ্টা করি তাড়াতাড়ি করে পোস্ট করে দেওয়ার। কিন্তু কখনো কখনো কাজের চাপে হয় না কখনো আবার ভুলে যাই।

আসলে আমি মানুষটাই এরকম, সংসারের নিয়মে জীবনের নিয়মে সহজ সরল ভাবে চলব এমনটা মনে হয় আমার জন্য তোলা নেই৷ দেখুন না বসে বসে সময় কাটালাম আর স্নানে গেলাম বিকেল চারটের সময়। কোন মানে হয় এই অনিয়মের? কিন্তু তাও একেক দিন হয়ে যায়।

তাও বসে বসে একটা ছবি এঁকেছি। আমি আকরাম কে জানে, যেমন মনে হলো তেমনটি একে ফেললাম। ছবি যখন একেই ফেললাম তাই ভাবলাম আপনাদের জন্য পোস্টও করে ফেলি।

তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কি কি লেগেছে।




আসুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে এঁকেছি।

🌷ধাপ-১🌷

🌷ধাপ-২🌷

🌷ধাপ-৩🌷

🌷ধাপ-৪🌷

🌷ধাপ-৫🌷

🌷ধাপ-৬🌷

এই ধাপটা একটু এলোমেলো ভাবে হয়েছে, খানিকটা চুল সেডিং করার পর মুখের কাজটা করে আবার চুলটা সেডিং করেছি। আসলে আমার ভাইঝি ভিডিও কল করে আমার সাথে গল্প করছিল, তাকে বললাম আমি ছবি আঁকছি, সে দেখতে চাইলো। শুধু দেখা তো নয় পাঁচ বছরের ওই খুদে মানুষটির ইনস্ট্রাকশনে আমাকে করতে হয়েছে। সবার আগে ও আমাকে মুখ আর চোখ করেই ছাড়বে। আর চুলটা ব্রাউন রং করেছি দেখে বারবার বলছে "তুই কালো করিস নি কেন। ওই মেয়েটা কি তেল মাখে না মাথায় যে ওর চুল কালো নয়!" হা হা হা। সদ্যই কয়েক মাস এমন সড়গড় কথা বলছে৷ অনেক দেরীতে বললেও আজকাল এমন কথা বলে আমাকেই চুপ করিয়ে দেয়।

🌷ধাপ-৭🌷



বন্ধুরা, আপনাদের কেমন লাগল আমার আজকের নিবেদন? আমার প্রচেষ্টা কি আপনাদের মনে জায়গা করতে পারল? কি জানি, কমেন্ট করে জানালে অবশ্যই জানব৷

আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।

টা টা



পোস্টের ধরণআর্ট পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমআইফোন ১৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র



১০% বেনিফিসিয়ারি লাজুক খ্যাঁককে





আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾