কচুরিপানা: জলমগ্ন প্রকৃতির সৌন্দর্যের এক নিরব সাক্ষী।"
কলমাকান্দা ❤️
কচুরিপানার ফুল সাধারনত ফোটে অক্টোবর থেকে জানুয়ারি মাসে। কচুরিপানার একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকর্ষণীয় ছয় পাঁপড়ি বিশিষ্ট দৃষ্টিনন্দন ফুলের থোকা বের হয়। খুবই হালকা বেগুনি ছয়টি পাপড়ির মধ্যে ঠিক উপরেরটিতে ময়ূরের পালকের মত নীল রংয়ের নকশা থাকে। তার মাঝে হলুদ রঙের একটা তিলক। ফুলটিতে কোনো ঘ্রাণ না থাকলেও এর সৌন্দর্যের আকর্ষণ একেবারেই অগ্রাহ্য করার উপায় নেই। কচুরিপানা দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রাদেশিক ফুল।
ফুলের নাম : কচুরিপানা ফুল
Picture cradit by SABBIR , PHONE: Redmi 12 pro 5G