lifestyle:- হঠাৎ দুর্ঘটনা

narocky71 -

ABB 2 5 এপ্রিল ২০২৪ রবিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। দুর্ঘটনার কথা আপনাদের মাঝে শেয়ার করব। দুর্ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করে না বুঝতে হয়ে যায়। যা একদমই কাম্য নয়।

গত দুদিন আগে খুবই ছোট একটি দুর্ঘটনা হয়েছিল আমার। আসলে এই দুর্ঘটনা একেবারেই কাম্য ছিল না। বিশেষ করে মোটরসাইকেল আমি খুবই আস্তে চালাই। রাস্তায় খুবই সচেতন থাকি মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে। যে যাই বলুক মোটরসাইকেলের গতি তুলি না। নিজেকে সামলিয়ে অনেক কিছু চিন্তা করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে, এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, আমার প্রাণের ইমাম- ইমাম হায়াতকে স্মরণ করে, আমি মোটরসাইকেল চালায় প্রতিনিয়ত। গত দুইদিন আগে হঠাৎ করেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। যা দেখে আমি একেবারেই আশ্চর্য হয়ে গেলাম।

গত দুইদিন আগে হঠাৎ করে ঘর থেকে বের হওয়ার পর দুর্ঘটনা শিকার হলাম। অর্থাৎ মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হলাম। একটু সামনে যাওয়ার পর হঠাৎ করেই মোটরসাইকেল সহ পড়ে গেলাম। পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। পা কেটে গিয়েছিল। মোটরসাইকেলের স্ট্যান্ড পায়ের মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণে পা কেটে গিয়েছিল, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। একটি বস্তার সাথে , মোটরসাইকেলের স্ট্যান্ড লেগে গাড়িসহ নিচে পড়ে গেলাম। আরেকটু বেশি ব্যাথা পেতাম যদি গরুর খড় না থাকতো।

অর্থাৎ আমি যেখানে পড়েছিলাম সেখানে গরুর খড় ছিল। কিন্তু মোটরসাইকেল নিয়ে পড়ে যাওয়ার পর মোটরসাইকেলের স্ট্যান্ড আমার পায়ের মধ্যে লেগে গেল। যার কারণে পাতে আঘাত পেলাম। অনেকটা অংশ কেটে গিয়েছিল পা। যখন কেটে গিয়েছিল তখন এত কিছু না ভাবলেও সঙ্গে সঙ্গে হসপিটালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে সেখান থেকে ডাক্তার দেখালাম। ডাক্তার ওয়াস করে রক্ত বন্ধ করে দিল। এবং বিভিন্ন ওষুধ লিখে দিল এবং একটি ইনজেকশন দিতে হলো।

ব্যক্তিগতভাবে আমি ইনজেকশন অনেক বেশি ভয় পাই। ছোটবেলা থেকেই এই জিনিসটাকে অনেক বেশি ভয় পাই। এখনো যে কোন সময় প্রয়োজনে ইনজেকশন দিতে হলে ভয় লাগে অনেক বেশি। বিশেষ করে রক্ত দেওয়ার সময় অনেক বেশি ভয় লাগে। কিন্তু এরপরেও দিতে তো হবে। একটি ইনজেকশন দিয়ে দিল ডাক্তার। কারণ আমার মোটরসাইকেলটির স্ট্যান্ড অনেক পুরানো ছিল। যার কারণে ইনজেকশন দেওয়া বাধ্যতামূলক ছিল।

ডাক্তার দেখানোর কিছুক্ষণ পর অনেক বেশি খারাপ লাগতেছিল। একজন বড় ভাইয়ের দোকানে গিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা বসেছিলাম। পা টা যেন ব্যথায় অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। মাথাটা ঘুরতেছিল। বাইক চালাতে পারবো বলে মনে হচ্ছিল না। তখন বড় ভাইয়ের দোকানে বসে ছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করে ডাক্তার দোকানে গেলাম। সেখান থেকে ওষুধ নিলাম। ওষুধ নিতে গিয়ে সেখানেও কিছুটা সময় কাটিয়েছিলাম। কারণ তৎক্ষণাৎ গাড়ি চালাতে সবাই নিষেধ করতেছিল। এরপরেও চালিয়ে বাড়িতে আসতে হবে। যার কারনে ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম।

আসলে শুকনার মধ্যে পড়ে গিয়ে এমন হবে তা কখনোই ভাবা ছিল না। এবং এতটা কেটে যাবে ও ভাবা ছিল না। আসলে মোটরসাইকেল জীবনটাকে অনেক সহজ করে দেয় কিন্তু কিছু মানুষের কারণে এটি অনেক জটিলতা হয়ে যায়। বিশেষ করে মোটরসাইকেলের মাঝে ইয়াং জেনারেশন উঠলে তখন তারা মোটরসাইকেলের উপরে থাকে না , বিমানে থাকে, তাও বুঝতে পারে না। যার কারণে প্রত্যেক বছর অসংখ্য মানুষ মোটরসাইকেল এক্সিডেন্ট করে মারা যায়। এটি আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। উশৃংখল মানুষের অভাব নেই বর্তমানে। যাদের কারণে অনেক বেশি ক্ষতি হয়। আমি দুর্ঘটনাটির শিকার হয়েছিলাম গত দুইদিন আগে। গতকালকের সন্ধ্যায়ও আমাদের এখানে একজন মোটরসাইকেল এক্সিডেন্ট করে ছিল। এটি সব জায়গায় অনেক বেশি দেখা যায়।

বি:- আপনাদের যাদের মোটরসাইকেল রয়েছে তাদের একটি অনুরোধ করছি। ধীরে ধীরে গাড়ি চালানোর চেষ্টা করবেন। গাড়ি চালানোর সময় বিভিন্ন ঝামেলাগুলো মাথায় থেকে ফেলে দিবেন। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবেন। মোটরসাইকেলে উঠার সময় বিভিন্ন দোয়া পড়ার চেষ্টা করবেন। মা-বাবা স্ত্রী সন্তান সবাইকে স্মরণ করবেন। দেখবেন আপনি আর অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনার গন্তব্যে আপনি খুব সুন্দর ভাবে পৌঁছে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত ব্লগ এখানে শেষ করলাম ।আল্লাহ হাফেজ।

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)




VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖