DIY || এসো নিজে কিছু করি || চারটি শিং যুক্ত একটি মুখের আর্ট | ডিজিটাল আর্ট || 🦊

narocky71 -

🙋হ্যালো
আমার বাংলা ব্লগ পরিবার
নতুন ব্লগে স্বাগতম

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চারটি শিং যুক্ত একটি মুখের আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে চারটি শিং যুক্ত একটি মুখের আর্ট ভালো লাগবে।

বর্তমানে আমি ডিজিটাল আর্ট করতে অনেক ভালোবাসি। অনেক সময় দিয়ে আমি ডিজিটাল আর্ট গুলো করে থাকি। একেকদিন একেক কিছু আর্ট করি। মোবাইলে একটি সফটওয়্যার দিয়ে খুব অসাধারণ অসাধারণ ডিজিটাল আর্ট করা সম্ভব । আরেক মূল বিষয় হলো আমি এখনো শিখতেছি এবং শিখতে চাই। আগামী দিনগুলোতে আরো ভালো কিছু শেয়ার করতে পারব আশা করি।

🔸 উপকরণ 🔸


Smartphone
Infinite Painter Apps

🔸ধাপ 1️⃣ 🔸

প্রথমে আমি Infinite Painter সফটওয়্যার ওপেন করলাম। এরপর নিউ তে গিয়ে একটি সাদা ২১৬০*২১৬০ পেজ ওপেন করলাম। Import এ ক্লিক করে একটি ইমেজ নিলাম। ইমেজ একটু ঝাপসা করে , ব্রাশ দিয়ে স্কেচ আঁকা শুরু করলাম। এরপর প্রথমে দুইটি চোখ এঁকে দিলাম।

🔸ধাপ 2️⃣🔸

এরপর মাথার মধ্যে চারটি শিং এঁকে দিলাম।

🔸 ধাপ 3️⃣ 🔸

এরপর মুখ এঁকে দিলাম। এরপর প্রথমে বড় বড় দুইটি দাঁত এঁকে দিলাম। এরপর ছোট ছোট করে আরো কিছু দাঁত এঁকে দিলাম।

🔸ধাপ 4️⃣🔸

এরপর প্রথমে একটি নাক এঁকে দিলাম। এরপর মুখের মধ্যে এলোমেলোভাবে অনেকগুলো দাগ দিয়ে দিলাম।

🔸ধাপ 5️⃣ 🔸

এরপর প্রথমে হলুদ রং দিয়ে চোখ রং করে দিলাম। এরপর কালো রং দিয়ে মুখ রং করে দিলাম।

🔸ধাপ 6️⃣ 🔸

এরপর মুখের মধ্যে নীল রং দিয়ে রং করে দিলাম। রং করার কারণে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

🔸ধাপ 7️⃣ 🔸

এরপর কফি কালারের রং দিয়ে চার শিং রং করে দিলাম। এভাবে চমৎকার মুখের আর্ট দিয়ে থাকা শেষ করলাম।

🔸ফাইনাল আউটপুট🔸

আমি আশা করি আজকের চারটি শিং যুক্ত একটি মুখের আর্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে। ডিজিটাল আর্ট করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে ডিজিটাল আর্ট করার চেষ্টা করি। এখনো আমি ভালো ভালো ডিজিটাল আর্ট করা শিখতেছি ।

🕯️ পোস্ট বিবরণ🕯️

শ্রেণীডিজিটাল আর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি@𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)



আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖