DIY ("এসো নিজে করি" ) জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার পেইন্টিং | ১০% @𝕩 𝕠 Ⅎ 🦊 ʎ ɥ 𝕊

narocky71 -

🙋হ্যালো
আমার বাংলা ব্লগ পরিবার
নতুন ব্লগে স্বাগতম

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার পেইন্টিং। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার পেইন্টিং ভালো লাগবে।

🔸 উপকরণ 🔸

আঁকার খাতা
পেন্সিল
রাবার
কলম
কম্পাস
জলরং
তুলি
স্কেল


কিভাবে তৈরি ধাপে দেখালাম

🔸ধাপ 1️⃣ 🔸

*আর্ট করার জন্য প্রথমে একটি আর্ট খাতা নিলাম। এরপর খাতার চারিপাশে মাসকিন টেপ লাগিয়ে নিলাম। খাতার উপরের অংশের হলুদ রং লাগিয়ে নিলাম।

🔸ধাপ 2️⃣🔸

  • এরপর কমলা 🍊 রং করে দিলাম।

🔸 ধাপ 3️⃣ 🔸

  • এরপর নীল রং লাগাতে শুরু করলাম।এভাবে নিচের পুরো অংশটা নীল রং করে নিলাম।

🔸ধাপ 4️⃣🔸

  • এরপর মাঝখানের অংশে পেন্সিল দিয়ে একটা গোল করে সূর্যের দাগ দিলাম।

🔸ধাপ 5️⃣ 🔸

  • সূর্য এর দাগের বরাবর করে হলুদ রঙেরই একটু একটু করে রং করে নিলাম।

🔸ধাপ 6️⃣ 🔸

  • এরপর সূর্যের নিচ বরাবর করে কালো রঙের চিকন একটা দাগ দিলাম।

🔸ধাপ 7️⃣ 🔸

  • এরপর এক পাশে কালো রং দিয়ে একটা পাড় এঁকে নিলাম। এরপরে পাড়ের মধ্যে ছোট ছোট গাছ আঁকলাম।

🔸ধাপ 8️⃣ 🔸

  • এরপর নিচের অংশ থেকে দুই পাশে করে দুইটা গাছের গোড়া এঁকে নিলাম।

🔸ধাপ 9️⃣ 🔸

  • এরপর গাছগুলোতে চিকন চিকন করে ডাল আঁকার জন্য কিছু বের করলাম।

🔸ধাপ 🔟 🔸

  • এরপর বড় গাছে চিকন চিকন করে গাছের পাতা এঁকে নিলাম।

🔸ধাপ 1️⃣1️⃣ 🔸

  • একইভাবে ছোট গাছটায় চিকন চিকন করে পাতাগুলো এঁকে নিলাম। এবং আকাশের মধ্যে কিছু উড়ন্ত ছোট ছোট পাখি এঁকে নিলাম।

🔸🚩শেষ ধাপ 1️⃣2️⃣ 🔸

  • এভাবে আমি আমার পুরো পেইন্টিং করা শেষ করি। পেইন্টিং টা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।

আঁকার পর ভিডিও শেয়ার

Loading iframe

আমি আশা করি জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার পেইন্টিং সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সৃজনশীল সুন্দর কিছু শেয়ার করতে পারি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমার স্ত্রী @tasonya কে। তার একমাত্র কারণ হল আর্ট করার প্রায় সবকিছুই তাঁর কাছ থেকে শিখতেছি। আমি আস্তে আস্তে ভাল একজন আর্টিস্ট হতে পারব, (ইনশাআল্লাহ) । সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

🕯️ পোস্ট বিবরণ🕯️

শ্রেণীজলরঙের পেইন্টিং
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি@𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71
লোকেশনফেনী, বাংলাদেশ

https://w3w.co/bunnies.sitters.barge


নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd @narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖