lifestyle:- মন খারাপে , কাচ্চি বিরিয়ানি খাওয়ার মুহূর্ত।

narocky71 -

ABB 19 মে ২০২৪ রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম।

মাঝে মাঝে মন মানসিকতার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে যেন নিজের উপর অনেক কিছু হারিয়ে ফেলি। মনে হয় যেন দুনিয়া একদিকে আমি অন্য দিকে রয়েছি। সেই মুহূর্তগুলো অনেক বেশি খারাপ কাটে। বর্তমানে ওই মুহূর্ত একা থাকতেই পছন্দ করি। তেমনি একটা দিন কাটালাম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা যেন একদমই খারাপ।

নিজের মন খারাপ দেখে নিজের কাছে কিছুই ভালো লাগতেছে না। খুবই সকালে বের হয়ে গেলাম বাড়ি থেকে। কি করবো? কোথায় যাব কিছুই ভাবতে পারছি না। প্রথমত চিন্তা করলাম কি করা যায় কোথায় যাওয়া যায়। প্রিয় মানুষগুলোকে ফোন দিতে চাইলাম প্রথমে। কিন্তু দিলাম না। কারণ সমস্যার কথা শুনলে সবাই চিন্তা করে আমাকে নিয়ে। এজন্য নিজের সমস্যা নিজের কাছেই রেখে দিলাম।

আপনাদের মধ্যে অনেকেই জানেন যখন আমার মন ভালো থাকে না তখন বিশেষ কিছু কাজ করে থাকি আমি। তার মধ্যে অন্যতম হলো খাওয়া-দাওয়া। যখন মন খারাপ থাকে তখন কাবাব অথবা কাচ্চি বিরিয়ানি খেয়ে থাকি। সেজন্য চলে গেলাম ফেনী শহর। বেশ কিছুদিন আগে ফেনীতে একটি কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছিল। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এটি বাংলাদেশের অন্যতম ইউটিউবার তৌহিদ আফ্রিদি উদ্বোধন করেছিলেন।

যাব যাব বলে এখনো যাওয়ার সময় পেলাম না। কারণ ফেনীতে কোন ভালো রেস্টুরেন্ট খুললে তা আগে টেস্ট করতে হয়। ফেনী শহরের মধ্যে যত জায়গায় কাবাবের দোকান রয়েছে প্রত্যেকটি কাবাব এর দোকানে খাওয়া হয়েছে আমার। কিন্তু বর্তমানে কাবাব এর চাইতেও কাচ্চি খেতে আরো বেশি ভালো লাগে। যার কারনে চিন্তা করলাম ফেনী কাচ্চির ডাইন এ যাওয়ার কথা। বাড়ি থেকে বের হওয়ার পর যেতে যেতে দুপুর হয়ে গেল।

যেয়ে প্রথমে অর্ডার দিয়ে দিলাম। খুবই সুন্দর ডেকোরেশন করেছিল কাচ্চি ডাইন। ডেকোরেশন দেখে অনেক বেশি ভালো লেগেছিল। প্রচুর মানুষ রয়েছে সেখানে। এককথায় বসার মত জায়গা পেতেও অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু মন তো খারাপ খেতে তো হবে। দেখি খাওয়ার পর মন ভালো হয় কিনা। এরপর অন্য একটি টেবিলে বিভিন্ন মানুষের সাথে বসে পড়লাম। খালি জায়গা যখন নাই কিছুতো করার নাই। ভাগাভাগি করেই খেতে হবে।

টেবিলে বসেই অর্ডার দিয়ে দিলাম খাবার। চিন্তা করলাম খেয়ে আবার ফেনী থেকে চলে আসব। একটু তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিলাম। কিন্তু সেখানেই হল দেরি। মন তো এমনি খারাপ তার উপরে আরো বেশি খারাপ হতে লাগলো। প্রচুর মানুষ থাকার কারণে সবাইকে দিতে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। ম্যানেজার পর্যন্ত ওয়েটার হয়ে গেল সেখানে। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর খাবার সামনে এলো এবং ভালোভাবে খেলাম। ভালো লেগেছিল প্রচুর। এখন পর্যন্ত ঢাকাতে কখনো কাচ্চি বিরিয়ানি খাওয়া হয় নাই। খুব শীঘ্রই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকায় যাব।

অনেক দিনের ইচ্ছা আমার। সেখানে দুই তিন দিন থেকে ভালোভাবে দিন যাপন করে আসবো। এটি আমার খুবই ইচ্ছে রয়েছে। সেখানকার কেউ থাকলে অবশ্যই নক দিবেন। যেন আপনাকে নিয়ে খেতে পারি হাহাহা। আসলে এই মুহূর্তটা খুব ভালো লাগে যখন ভালো কিছু খাই। আজকের এই দিনটা আমার অনেক ভালো কেটেছে। মন খারাপ থাকলেও খাওয়ার ভালো খেলে ভালো লাগে দিনটা। খাবার শেষে একটি নদীর পাড়ে গিয়ে অনেক রাত পর্যন্ত বসে ছিলাম। নদীর পাড়ে গিয়ে বসে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে নদীর পাড়ড অনেক বেশি সুন্দর লাগে আমার। এ মুহূর্ত অনেক আকর্ষণীয় হয়। আমি আশা করি মুহূর্তটা আপনাদের সবার অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)




VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖