New to Nutbox?

অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগ্যামি তৈরি।

53 comments

narocky71
77
2 days agoSteemit3 min read

23.12.24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241222_184808.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অরিগ্যামি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আসলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিসপত্র এর আগে তৈরি করেছিলাম। তৈরি করার সময় কি তৈরি করব এটা ভাবতে ভাবতে বেশ সময় লাগে আমার। এই ড্রেসগুলো দেখে ভাবলাম ট্রাই করে দেখি পারি কিনা। অনেক সময় আমি আবার কোন কিছু তৈরি করতে গেলে সেটা নষ্ট হয়ে যায়। তারপর আর ওই জিনিসটা তৈরি করি না। কিন্তু এই ড্রেসটা দেখলাম বেশ ভালোই তৈরি করতে পেরেছি। এমনকি দেখার পর আমার নিজেরও অনেক ভালো লেগেছে। এগুলো তৈরি করার পর আমার মেয়েকে দিয়েছিলাম খেলা করার জন্য। সে তো অনেক বেশি খুশি হয়ে গেল। আমি আশা করি সকলের আজকে অরিগ্যামি ভালো লাগবে।

20241222_184750.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি কাগজ সমান করে কেটে নিলাম। এরপর এই কাগজটাকে মাঝখানে একটা ভাঁজ করে নিলাম।

IMG_20241223_094400.jpg

ধাপ 2️⃣

এরপর আমি কাগজের দুই পাশে চিকন করে দুইটা ভাজ করে নিলাম।

IMG_20241223_094413.jpg

ধাপ 3️⃣

এরপরে আমি আবারো দুই দিক থেকে সমান করে ভাজ করে নিলাম।

IMG_20241223_094430.jpg

ধাপ 4️⃣

এরপরে আমি আবারো আরো দুইটা ভাজ করে নিলাম।

IMG_20241223_094448.jpg

ধাপ 5️⃣

এরপরে নিজের এবং উপরের অংশে দুইপাশ থেকে ভাজ করে নিলাম।

IMG_20241223_094502.jpg

ধাপ 6️⃣

মাঝখানের অংশটাকে ভাজ করে নিচের দিকে আবারো ভাঁজ করে নিলাম।

IMG_20241223_094519.jpg

ধাপ 7️⃣

এরপরে সাদা কলম দিয়ে একটু ডিজাইন করে নিলাম

IMG_20241223_094543.jpg

ফাইনাল আউটপুট

20241222_184750.jpg

20241222_184753.jpg

20241222_184759.jpg

20241222_184808.jpg

20241222_184803.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Comments

Sort byBest