New to Nutbox?

সাদাকালো আর্টঃ একটি রোমান্টিক কাপেলের ডান্স করার দৃশ্য।

24 comments

naimuu
70
last monthSteemit2 min read
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে করবো একটি সাদা কালো আর্ট৷ এই আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। আর্ট গুলো সতর্কতার সাথেই সম্পূর্ণ করতে হয় বিশেষ করে সঠিক স্কেচটা তৈরি করতে হয় । এ আর্ট গুলো খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব হয়। আজকের আর্টটি হলোঃ **একটি রোমান্টিক কাপল এর ডান্স করার দৃশ্য। **।
আশা করছি আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

আর্ট এর ফাইনাল লুক

IMG-20240325-WA0033.jpg

IMG-20240325-WA0034.jpgIMG-20240325-WA0035.jpg
প্রয়োজনীয় উপকরণঃ
  • কাগজ
  • পেন্সিল
  • কালো কলম
  • কালো মার্কার

IMG-20240325-WA0030.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি মেয়ের স্কেচ এঁকে নিলাম।
IMG-20240325-WA0045.jpgIMG-20240325-WA0044.jpg
দ্বিতীয় ধাপঃ
  • এখন মেয়েটির হাতে একটি ফুলের তোড়া ও পাশে একটি ছেলের চিত্র অংকন করা শুরু করলাম।
IMG-20240325-WA0043.jpgIMG-20240325-WA0042.jpg
তৃতীয় ধাপঃ
  • একটা ছেলের স্কেচ তৈরি করার পর পেন্সিলের দাগের উপর জেল পেন দিয়ে অংকন করে নিলাম।
IMG-20240325-WA0041.jpgIMG-20240325-WA0040.jpg
চতুর্থ ধাপঃ
  • এখন কাল মার্কার পেন দিয়ে ছেলেটির পুরো শরীর কালো করে নিলাম।
IMG-20240325-WA0038.jpgIMG-20240325-WA0039.jpg
পঞ্চম ধাপঃ
  • এভাবে পুরো স্কেচটি সম্পূর্ণ কালো মার্কার দিয়ে কালো করে নিলাম।

IMG-20240325-WA0036.jpg

সর্বশেষ ধাপ
  • সর্বশেষ আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।
IMG-20240325-WA0037.jpgIMG-20240325-WA0031.jpg
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Comments

Sort byBest