আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। কেমন কাটলো আপনাদের বিজয় দিবস?
প্রতিদিনের মত আমি আজকেও নতুন কিছু ফটগ্রাফি দেখাবো বলে চলে এলাম। আজকের ব্লগটি সাজিয়েছি আমি গ্রামের জনজীবনের পরিচিত একটি দৃশ্য নিয়ে। গ্রামে প্রায়শই দেখা যায় গরু বা ছাগলের বিশাল পাল নিয়ে রাখাল বা কৃষক মাঠে যাবার দৃশ্য। তবে আজকে আমি ঢাকা শহরে এমন দৃশ্য দেখতে পেলাম। সাথে সাথেই সেই দৃশ্য ক্যাম্রেবন্দী করে রেখেছি আপনাদের দেখাবো বলে। তাহলে চলুন দেখে আসা যাক আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো।
তো এই ছিল আমার আজকের ফটোগ্রাফি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
---|
Camera | Nikon D5500 |
---|---|
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |