Better life with steem || The Diary Game || 16th May, 2024|||
16 comments
১৬ মে,২০২৪- বৃহস্পতিবার। সপ্তাহের শেষ দিন, এটা ভেবেই ভালো লাগে যে একদিন পরই টানা দুইদিনের ছুটি। আর ছুটি মানেই পরিবারের সাথে ঘুরতে বের হওয়া, ভালো সময় পার করা। সকাল সকাল ফুরফুরে মেজাজে ঘুম থেকে ঊঠে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে প্রতিদিনের মত আবারো ঘুমিয়ে পড়ি।
ঘুম থেকে ঊঠে দেখি সকাল ৮ টার বেশি বাজে। কোন রকম ব্রাশ করেই অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। ভেবেছিলাম আজকে অফিসে লেট হবে, তবে রাস্তা কেন জানিনা ফাকা ছিল। আর আমি নয়টার আগেই অফিসে চলে গেলাম।
সপ্তাহের শুরু আর শেষের দিনে সব সময় কাজের চাপ থাকে। আজকেও ব্যতিক্রম নয়। ১০ টার দিকে দেখলাম অফিসের সব কলীগদের কাছে থেকে ১০০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। মাঝে মাঝেই অফিসে সকালের নাস্তার আয়োজন করা হয়। তখন সবাই কন্ট্রিবিউট করে।
আজকে পেয়ারা মাখা আর তরমুজ খাবার জন্য টাকা নেয়া হয়েছিল। ১১ টার দিকে সবাইকে সেই তরমুজ আর পেয়ারা খেতে দিল।
বাসায় সারাদিন গাছের সাথে কথা বলে গাছের প্রতি প্রেম বেড়ে যাচ্ছে। ভাবলাম অফিসের ডেস্কেও কিছু গাছ রাখবো। তাই অফিস পিয়নকে দিয়ে কিছু মানিপ্ল্যাট আনালাম। আফাতোত পানির বোতলে লাগিয়েছি, রবিবার ভালো দেখে টব বা পট কিনে নিবো।
গাছের প্রতি একবার মায়া হলে সেই মায়া কাটানো খুব কঠিন। যেমন আমি কোথাও যাবার পথে যদি দেখি ভ্যানে গাছ বিক্রি হচ্ছে কিনে নেই, আবার গুলশান এলাকায় অনেক সময় গাছের ডাল পালা কেটে ফেলে দেয় অনেক বাগানি। সেগুলো রাস্তার পাশেই অনেক সময় পরে থাকে। আজকেও ব্যাংক থেকে অফিসে আসার পথে এমন একটা গাছ পাই ফুটপাতে। আগে পিছে না ভেবেই সেটি হাতে তুলে নেই, যদিও গাছটা অনেক নেতানো ছিল।
সন্ধ্যেবেলা বাসায় আসতে আস্তে সেটা আরো নেতিয়ে পড়েছিল। অফিস থেকে বাসায় এসেই সেই গাছের পরিচর্যা শুরু করলাম। প্রথমে পানির ঝাপটা দিয়ে আধা ঘন্টার মত রেখেছিলাম। মানুষ যেমন মূর্ছা খেলে পানির ঝাপটা দিলে জ্ঞান ফিরে, তেমনি নেতিয়ে পড়া গাছেও পানির ঝাপটা দিলে তা সবল হয়ে যায়।
রাতে খাবার পরে গাছটাকে নতুন একটা টবে বসালাম। জানিনা এই গাছটা বাচবে কি না। তবে বাচাতে পারলে খুব বেশি খুশি হবো। এর আগে বাগান বিলাস কে এভাবে বাচিয়েছিলাম, যেটা এখনো আমার বেলকনিতে সারাবছর ধরে ফুল দেয়।
কেউ আমাকে কোন কিছু গিফট চাইতে বললে আমি সবার আগে গাছ চাইবো, আর যদি বলে কি গাছ লাগবে তাহলে উত্তর হবে ক্যাকটাস। ক্যাকটাসের ভয়ংকর সুন্দর কাটার প্রেমে বহুকাল আগেই পড়েছি।
আজকে সারাটাদিন আমার কেটেছে গাছের সাথে। আমাদের সকলের ই উচিৎ নিজ নিজ ঘরে কিছু গাছের চারা রাখার অভ্যাস করা। এতে ঘরের সৌন্দর্য যেমন বাড়ে তেমনি তা ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে।
রাতের বেলা ভাত খেয়ে প্রায়ই ফল খাওয়া হয়। আজকে খেয়েছি তরমুজ আর কলা। দুই ফল একসাথে খেতে একদম ই মজার নয়। দুইটার স্বাদ পুরোপুরি ভিন্ন। গরমের দিনে তরমুজ শরীরে পানির ঘাটতি দূর করে আর কলার উপকারিতা তো গুণে শেষ করা যাবে না।
রাতের বেলা খাবার পর্ব শেষ করে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে শুয়ে পড়লাম। প্রচন্ড গরমে যেন কারেন্ট না যায় সেটারই পার্থনা করি সব সময়। বাকিটা ঘুমানীত পরে বুঝা যাবে। আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।
Comments