শুভ সকাল স্টিমিয়ান বন্ধুরা,
আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ফটোগ্রাফি ব্লগে যুক্ত হয়েছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কয়েকদিনের বিরতির পর আমি আজকে আবারো নতুন কিছু ফটোগ্রাফি দেখাতে চলে এলাম। আশা করি বরাবরের মতোই আজকেও আপনাদের এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
বাংলাদেশের জনপ্রিয় একটি সবজি হচ্ছে করোলা। এর স্বাদ তিক্ত হলেও নানাবিধ গুণাবলির কারণে এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। আমি আমার ছাদ বাগানে শখের বসে একটা করোলার বীজ বপন করেছিলাম, তা থেকে সুন্দর গাছ হয়, এবং সেই গাছে সুন্দর করোলার ফুল ও ফল আস্তে শুরু করেছে। আজকে আমি সেই ফটোগ্রাফি গুলোই দেখাবো। চলুন দেখে আসা যাক করোলা ফুলের ফটোগ্রাফি।
করোলা ফুলের সুন্দর ফটোগ্রাফি
তো এই ছিল আমার আজকের করা করোলা ফুলের সুন্দর ফটোগ্রাফি গুলো। কেমন লাগলো আজকের ফটোগ্রাফি অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
Post Details
Camera | Nikon D5500 |
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |
Comments