মুভি রিভিউ : সালার

mrsokal -

🐳 🎀 আস্সালামুআলাইকুম 🎀 🐳


শুভসকাল বন্ধুরা, আজ সোমবার ৯ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ, ১২ শাওয়াল ১৪৪৫ হিজরি, সবাই কেমন আছেন, আশা করি সকলেই ভালো অবস্থায় আছেন এবং অত্যন্ত সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। আমার আজকের পোস্টে হিন্দি মুভি সালার সম্পর্কে আলোচনা করব।

Image edited in canva

মুভির সংক্ষিপ্ত তথ্য
মুভিসালার
পরিচালকপ্রশান্ত নীল
অভিনয়ইয়াশ রোহান, শ্রুতি হাসান
দেশভারত
মুক্তিপায়২২ ডিসেম্বর ২০২৩
জনরাএকশন , থ্রিলার

Screenshot taken from youtube

গত বছর ২২ শে ডিসেম্বর দক্ষিণী সুপারস্টার প্রভাসের সালার মুভিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে। একই সময়ে ঠিক তার আগের দিন অর্থাৎ ২১ ডিসেম্বর আরো একটি সিনেমা মুক্তি পায়। তাপসীর সঙ্গে জুটি বেঁধে শাহরুখ খান হাজির হয়েছেন তার ডানকি মুভি নিয়ে। কাজেই বক্স অফিসে প্রভাস বনাম শাহরুখের লড়াই যে হবে এটা অনুমান করা গিয়েছিল আগে থেকেই। আর বাস্তবে সেই অনুমানটাই সত্যি হয়েছিল। প্রভাসের সালার আর শাহরুখ খানের ডানকি সিনেমার মাঝে চলেছিল হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে অবশ্য শাহরুখ খানকে টপকে এগিয়ে গিয়েছিল প্রভাসের সালার মুভিটি।

Screenshot taken from youtube

সালার মুভির কেন্দ্রীয় আকর্ষণ ছিল প্রভাসের দারুন একশন। ছোটবেলার দুই বন্ধুকে নিয়ে গড়ে উঠেছে এই মুভির গল্প। এই দুই বন্ধুর নাম হল দেব ও বর্ধ। এই দুই বন্ধুকে ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম হল টাট্টো। খানসার এক কাল্পনিক জায়গা নিয়ে এই গল্প ফুটিয়ে তুলেছেন পরিচালক, যে জায়গায় শুধুমাত্র ক্রিমিনালদের বসবাস। মুভিটির প্রথম অংশ ছিল রহস্য ও রোমাঞ্চে ভরপুর। আর পরের অংশে জমে ওঠে আসল খেলা। একশন মুভি দেখতে যারা ভালোবাসেন তারা দ্বিতীয় অংশ দেখার সময় মোটেও চোখ ফেরাতে পারবেন না। মুভিটির পরিচালক প্রশান্ত নীল সালারের দ্বিতীয় অংশে রেখেছেন ভরপুর একশন।

Screenshot taken from youtube

এই মুভিতে প্রভাসের একশন সিকুয়েন্স মাঝে মাঝে মনে করিয়ে দিবে বাহুবালির কথা। প্রভাসের অভিনয় শৈলী ও অ্যাকশন দৃশ্য মুভিটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মাঝে ধরে রাখবে টানটান উত্তেজনা। এটি ছিল সালার মুভির প্রথম পর্ব, অর্থাৎ কিছুদিন পর মুক্তি পাবে এর দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বের কথা মাথায় রেখেই প্রথম পর্বের সমাপ্তি অনেক সুন্দর ভাবে টেনেছেন যা আপনাকে দ্বিতীয় পর্ব দেখার উৎসাহ যোগাবে। কিছু কিছু প্রশ্ন এবং কিছু রহস্য রেখে দিয়েছেন দর্শকদের জন্য যাতে তারা দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে থাকে। বর্তমানের অধিকাংশ মুভি এইরকম দুই পর্বে তৈরি করা হচ্ছে। এতে করে একই স্টোরি লাইনে বানিয়ে ফেলা যায় দুইটি মুভি। একই সাথে দ্বিতীয় পর্বের মুক্তির অপেক্ষায় উৎসুক হয়ে থাকে দর্শকগণ।

Screenshot taken from youtube

সালার মুভিটিতে প্রভাস - পৃথ্বীরাজ সুকুমারণ বেশ ভালই অভিনয় করেছেন। তবে তাদের অ্যাক্টিং এর মাঝে তেমন কোন নতুনত্ব দেখতে পাওয়া যায়নি। প্রত্যেকটি অ্যাকশন দৃশ্য দেখে মনে হয়েছে এগুলো চিরচেনা অ্যাকশন দৃশ্য। নায়িকা হিসেবে শ্রুতি হাসানের অভিনয় বেশ সাবলীল বলে মনে হয়েছে। তবে মুভির দ্বিতীয় অংশের শ্রুতি হাসান এর অভিনয়টা কেমন যেন লেগেছে। এর পেছনে মুভির গল্প একটি কারণ হতে পারে। তবে সব মিলিয়ে সকল অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স অনেক ভালো ছিল। তবুও সকলের মাঝে শ্রেয়া রেড্ডির অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে। জগপতি বাবুর চরিত্রটি ও আমার মনে দাগ কেটে গিয়েছে । একশন মুভি লাভারদের জন্য এই মুভিটি ওয়ান টাইম ওয়াচ হলেও আপনি যদি প্রভাসের ভক্ত হন তাহলে অ্যাকশন সিকুয়েন্স গুলো বারবার দেখতে মন চাবে। সব মিলিয়ে বেশ ভালোই এনজয় করেছি প্রভাস অভিনীত সালার মুভিটি।


ব্যক্তিগত রেটিং : ৭/১০


আইএমডিবি রেটিং : ৬.৫/১০


আমার কাছে সালার মুভিটি বেশ ভালো লেগেছে। আপনার যদি একশন মুভি দেখতে ভালো লাগে অথবা প্রভাসের ফ্যান হয়ে থাকেন তবে কোনোভাবেই এই সালার মুভিটি মিস করবেন না। সালার মুভি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন।