"টার্গেট ডিসেম্বর সিজন‌-৪ || আমার পাওয়ার আপ ৪৫ স্টিম"

mostafezur001 -

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, এপ্রিল ২৪/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দীর্ঘমেয়াদি ভাবে এই প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের সকলের উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। যেহেতু কিছুদিন যাবত এসবিডি পে আউট বন্ধ হয়ে গিয়েছিল তাই এই সপ্তাহে আমি খুব একটা বেশি পরিমাণে স্টিমকে পাওয়ার এ রূপান্তরিত করতে পারলাম না। তারপরও আমি চেষ্টা করলাম এই সপ্তাহে যা স্টিম উপার্জন করেছি তার ১০০% পাওয়ারে রুপান্তরিত করতে। এই বছরে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি প্রয়োজন না হয় তাহলে আমার উপার্জনের সমস্ত স্টিমকে পাওয়ারে রূপান্তরিত করব। কেননা এই বছরে আমার টার্গেট টা একটু বড় আকার ধারণ করেছে। এই বছরে আমি প্রাথমিকভাবে টার্গেট গ্রহণ করেছি ৫০০০ স্টিম পাওয়ার পূর্ণ করব। আর যদি এসবিডি আউট চালু থাকে তাহলে আমার সে টার্গেট পূরণ করাটা খুব একটা কষ্টের হবে না বলে আমার কাছে মনে হয়। আমার টার্গেট পূরণ হয়ে গেলে যে আমি সক্ষমতা বৃদ্ধি করার কাজ কমিয়ে দেব তা কিন্তু নয়। আমার ইচ্ছা রয়েছে ২০২৪ সালে যত পরিমাণে স্টিম উপার্জন করবো সবগুলোই পাওয়ারে রূপান্তরিত করব। যেন পরবর্তী সময়ে আমি এই প্লাটফর্মে খুবই স্বাচ্ছন্দের সাথে কাজ করতে পারি।

পাওয়ার আপের পূর্বে আমার একাউন্ট:

আমি যখন পাওয়ার আপ পোস্ট করার কথা চিন্তা করেছিলাম ঠিক সেই মুহূর্তে আমার একাউন্টে ছিল ৩৮৪৬ স্টিম পাওয়ার।

পাওয়ার আপ করার সময়:

পাওয়ার আপ করার সময় আমার একাউন্টে ৪৬ স্টিম ছিল। যেহেতু আমি দীর্ঘমেয়াদি ভাবে এই প্লাটফর্মে টিকে থাকতে চাই তাই আমি ৪৫ স্টিম পাওয়ারে রূপান্তরিত করে ফেললাম।

পাওয়ার আপ শেষে আমার একাউন্ট

৪৫ স্টিম পাওয়ার আপ শেষ করার পরে আমার একাউন্টে স্টিম পাওয়ার এর সংখ্যা দাঁড়ালো ৩৮৯১ স্টিম পাওয়ার।



পাওয়ার আপের সমীকরণ:
বিবরনস্টিম
পাওয়ার আপের পূর্বে এস.পি৩৮৪৬
পাওয়ার আপের পরিমাণ৪৫
পাওয়ার আপের পরে এস.পি৩৮৯১
টার্গেট৫০০০
বাকি রইল১১০৯


আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy