New to Nutbox?

অরিগ্যামি-কাগজ দিয়ে ছোট বাচ্চার শার্ট তৈরি||

38 comments

monira999
76
3 days agoSteemit3 min read

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আজকে আমি কাগজ দিয়ে ছোট বাচ্চার শার্ট তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে ছোট বাচ্চার শার্ট তৈরি:

IMG_20241220_112055.jpg
Device-OPPO-A15


কাগজের ভাঁজে যখন নতুন কিছু তৈরি হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আমরা সবাই প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করি। আর এই কাজগুলো করতে আমাদের সবারই অনেক ভালো লাগে। তবে কাগজের ভাঁজ করে যখন নতুন কিছু তৈরি হয় তখন দেখতে অসাধারণ লাগে। যদিও খুব ভালোভাবে যে কোন কিছু তৈরি করতে পারি সেটা বলবো না। তবে মাঝে মাঝে নিজের মতো করে কোন কিছু উপস্থাপন করার চেষ্টা করি। কাগজ দিয়ে ছোট বাচ্চার শার্ট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। কাগজের ভাঁজের মাধ্যমে যখন ভিন্ন কিছু তৈরি হয় তখন দেখতে ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে শার্ট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।

IMG20241220105820.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241220105837.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে শার্ট তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর সুন্দর করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20241220105853.jpg
Device-OPPO-A15
IMG20241220105953.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু অংশে ভাঁজ করেছি যাতে করে শার্ট তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20241220110039.jpg
Device-OPPO-A15
IMG20241220110102.jpg
Device-OPPO-A15


যেহেতু ভাঁজের মাধ্যমে শার্ট তৈরি করা হবে তাই ধীরে ধীরে আরো কিছু অংশে ভাঁজ করেছি। আর শার্ট এর আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241220110517.jpg
Device-OPPO-A15
IMG20241220110722.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে একটি শার্ট তৈরি করার চেষ্টা করেছি। এরপর আরও একটি কাগজ নিয়েছি আর একই পদ্ধতিতে শার্ট তৈরি করার প্রস্তুতি নিয়েছি।


ধাপ-৫

IMG20241220110914.jpg
Device-OPPO-A15
IMG20241220111011.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে দুটো শার্ট তৈরি করে নিয়েছি। এরপর কলম দিয়ে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20241220_112035.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে শার্ট তৈরি করতে অনেক ভালো লেগেছে। যখন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি হয় তখন দেখতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে কাগজ নিয়ে বসে পরি কোন কিছু তৈরি করার জন্য। আর কাগজের এই ছোট্ট শার্টগুলো তৈরি করতে বেশ ভালো লেগেছে আমার। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে শার্ট তৈরি করতে পারেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Comments

Sort byBest