ফটোগ্রাফি-শিশির ভেজা ধান ক্ষেতের কিছু ফটোগ্রাফি||

monira999 -

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহের চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


শিশির ভেজা ধান ক্ষেতের কিছু ফটোগ্রাফি:

Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location


প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর প্রকৃতির সেই সৌন্দর্য যদি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা যায় তাহলে ভীষণ ভালো লাগে। সকালবেলার প্রকৃতি দেখতে যেমন সুন্দর তেমনি প্রকৃতি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। সকাল বেলায় এই সুন্দর প্রকৃতি দেখে হৃদয় জুড়িয়ে গেল। তাই তো সুন্দর ধানক্ষেতের ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করেছি। যেহেতু গ্রামের বাসায় এসেছি তাই এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছে।


Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location


শিশির ভেজা ধান ক্ষেতের অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। সকালবেলায় কুয়াশা ভেজা ধান ক্ষেতের সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি হৃদয় জুড়িয়ে যায়। আর সেই কুয়াশা ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লেগেছে। অপরূপ সৌন্দর্যে ভরা এই দৃশ্যগুলো দেখে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। হয়তো সেভাবে ভালো করে ফটোগ্রাফি করতে পারিনি তবে দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো লেগেছে।


Device-OPPO-A15
Location


শিশির ভেজা ধান ক্ষেতে হাত ছোঁয়াতে অনেক ভালো লাগে। এই সুন্দর প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে যেমন ভালো লাগে তেমনি একটুখানি ছুঁয়ে দেখতেও ভালো লাগে। গ্রামের দিকে এই সুন্দর দৃশ্য গুলো অনেক বেশি দেখা যায়। আর সুন্দর ধান ক্ষেতের সবুজ পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে যখন ধানের শীষ বের হয় তখন আরো বেশি আকর্ষণীয় লাগে। আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিতে সত্যিই অনেক ভালো লেগেছে।


Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location


সবুজ শ্যামল ধান ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। গ্রামের মেঠো পথ আর সুন্দর এই সবুজ শ্যামল ধান ক্ষেত যখন বাতাসে দোল খায় তখন দেখতে অনেক ভালো লাগে। যদিও সকালের মৃদু বাতাসে ধান ক্ষেতের দোল খাওয়া দেখা হয়ে ওঠেনি। তবে কুয়াশা ভেজা সুন্দর ধান ক্ষেতগুলো দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর সুন্দর দৃশ্য গুলো সবার মাঝে তুলে ধরার জন্য ফটোগ্রাফি গুলো করছিলাম।


Device-OPPO-A15
Location


সুন্দর কোন দৃশ্য দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর সবুজ শ্যামল ধানক্ষেতের দৃশ্যগুলো যতই দেখি ততই ভালো লাগে। তাই বারবার ইচ্ছে করে ফটোগ্রাফি করতে। যদিও সেভাবে ফটোগ্রাফি করার দক্ষতা হয়ে ওঠেনি। তবে সুন্দর ওই দৃশ্য গুলো ক্যামেরাবন্দি করতে বেশ ভালো লেগেছে। তাইতো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য নিজের মতো করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


সকালবেলায় যখন এই সুন্দর দৃশ্যগুলো দেখেছি তখন অনেক ভালো লেগেছিল। তাই তো আমি সেই মুহূর্তগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম। আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।