প্রতিযোগিতা-শীতকালীন সেরা ফটোগ্রাফি||

monira999 -

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান "শীতকালীন সেরা ফটোগ্রাফি" প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছি। যদিও অনেক দিন থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় না। তবে এবার যেহেতু ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই ভাবলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সত্যি অনেক ভালো লাগে। শীতকালে প্রকৃতি নতুন ভাবে সেজে ওঠে। আর প্রকৃতির সুন্দর দৃশ্য গুলো দেখতে ভালো লাগে। আমি আমার করা সেরা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


শীতকালীন সেরা ফটোগ্রাফি:

Device-OPPO-A15
Location


শীতকাল মানেই প্রকৃতির অন্যরকমের সৌন্দর্য। শীতকালে প্রকৃতি নতুন ভাবে সেজে উঠে। বিশেষ করে শীতের সকালে প্রকৃতি ভিন্নভাবে সেজে ওঠে। প্রকৃতির এই সুন্দর রূপ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই। গ্রামের দিকে শীতের আবহাওয়া বেশি উপভোগ করা যায়। গ্রামের মেঠো পথ আর পাশ দিয়ে খেজুর গাছ দেখতে কিন্তু দারুন লাগে। গ্রামের পথ ঘাট গুলো যেমন আলাদা তেমনি রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ দেখতে পাওয়া যায়। সেই দৃশ্য গুলো দেখে হৃদয় জুড়িয়ে যায়। আর শীতের সকালের এই মনোরম দৃশ্যটি দেখেই ফটোগ্রাফি করেছিলাম।


Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location


শীতের প্রকৃতি একেক সময় একেক রূপ ধারণ করে। সকালের প্রকৃতি দেখতে যেমন ভালো লাগে তেমনি শিশির ভেজা ঘাসের সৌন্দর্য দেখতে ভালো লাগে। এই সুন্দর দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি করতেও আমার ভালো লেগেছিল। কিছুদিন আগে এরকম একটি ফটোগ্রাফি শেয়ার করা হয়েছিল। তবে কিছুটা ভিন্নতা তো অবশ্যই রয়েছে। শিশির ভেজা সুন্দর ঘাসের দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। শীতকালে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে।


Device-OPPO-A15
Location


শীতের বিকেলে রেললাইনের ধারে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের বিকেল মানেই অন্য রকমের অনুভূতি। শীতের বিকেলের আলো-আঁধারির খেলা দেখতে দারুন লাগে। আর যদি এরকম সুন্দর রেল লাইনের দৃশ্যটা চোখের সামনে আসে তাহলে তো ফটোগ্রাফি না করে থাকাই যায় না। তাই আমি সুন্দর এই দৃশ্যটি দেখেই ফটোগ্রাফি করেছিলাম। শীতের বিকেলের এই অপরূপ সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছিল।


Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location


শিশির ভেজা ধান ক্ষেত আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে যখন একাকার হয়ে যায় তখন মন চায় আবাবো সেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আসলে প্রকৃতির সৌন্দর্য আমরা যতই দেখি ততই দুচোখ জুড়িয়ে যায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে যেতে ইচ্ছে করে। মন চায় নিজেকে এখানে বিলিয়ে দেই। প্রকৃতির এই সুন্দর রূপ দেখে নিজেকে সামলে রাখা সত্যিই অনেক কঠিন। গ্রামের দিকে গেলে এই সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। আর এই সুন্দর দৃশ্যটি আমার কাছে দারুন লেগেছিল।


Device-OPPO-A15
Location


শীতের প্রকৃতি একেক সময় একেক রূপ ধারণ করে। পড়ন্ত বিকেলের সৌন্দর্য দেখতে আমাদের সবার অনেক ভালো লাগে। বিশেষ করে গোধূলির সৌন্দর্য দেখতে বেশি ভালো লাগে। পড়ন্ত বিকেলে যখন গোধূলির আলো ছড়ায় তখন প্রকৃতি অন্যরকমের হয়ে যায়। আর সেই সৌন্দর্য দেখতে বেশি ভালো লাগে। তাই তো আমি গোধূলি বেলার এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। গোধূলি বেলার সুন্দর এই দৃশ্যটি দেখে খুবই ভালো লেগেছিল।


Device-OPPO-A15
Location


যখন মাঠে ফসল পাকতে শুরু করে তখন শীতের সৌন্দর্য যেন আরও বেশি পূর্ণতা পায়। শীতের এই অপরূপ সৌন্দর্য যেন ফসলের মাঠে বিলীন হয়ে যায়। ফসলের সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি শীতের সৌন্দর্যকে আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে তোলে। আর এই সুন্দর দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছিল। তাই বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল।


Device-OPPO-A15
Location


গ্রামীণ মাটির রাস্তা গুলোর পাশ দিয়ে হেঁটে চলতে দারুন লাগে। আর যদি শীতের সকালে হাঁটাহাঁটি করা হয় তাহলে যেন আনন্দ আরো বেড়ে যায়। আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমি সুন্দর করে ফটোগ্রাফি করেছিলাম। গ্রামীণ মেঠো পথ আর কুয়াশা ভেজা সকাল সবকিছু মিলে প্রকৃতিটা অন্যরকম ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। শিশির ভেজা ধান ক্ষেত, ঘাসের সৌন্দর্য সবকিছু দেখতে যেমন ভালো লেগেছে তেমনি গ্রামের মেঠো পথে হাঁটতে অনেক ভালো লেগেছে।


Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location


পানা ফুলের সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। শীতের সময় যখন চারপাশে পানি শুকিয়ে যায় তখন এই ফুল গুলো বেশি লক্ষ্য করা যায়। শীতের সময় নদী-নালা সবকিছুতেই পানি কমে যায়। আর ভাসমান এই পানা ফুলগুলো কোনরকমে মাটি আঁকড়ে ধরে বেঁচে থাকে। আর সেই সবুজ পাতার ফাঁকে যখন সুন্দর ফুলগুলো দেখা যায় তখন শীতের প্রকৃতি আরো সুন্দরভাবে সেজে ওঠে। এই সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। এছাড়া জিনিয়া ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। শীতে ফুলের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়।


শীতকালীন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লেগেছে। বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।