New to Nutbox?

আর্ট-পুরনো বাল্বের উপর তুষার প্রকৃতির পেইন্টিং||

17 comments

monira999
76
11 hours agoSteemit3 min read

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তবে নতুন কিছু করতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি পুরনো বাল্বের উপর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


পুরনো বাল্বের উপর তুষার প্রকৃতির পেইন্টিং:

IMG_20241223_113256.jpg
Device-OPPO-A15


তুষার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর তুষার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে তুষার প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং করেছিলাম। এরকম দৃশ্যগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতেও ভালো লাগে। আর পুরনো কোন কিছু যদি নতুনভাবে সাজানো হয় তাহলে আনন্দটা আরো বেড়ে যায়। আমি পুরনো একটি বাল্বের উপর সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছিলাম। পুরনো একটি বাল্ব নতুন করে তোলার চেষ্টা করেছিলাম। বাল্বের উপর এই সুন্দর পেইন্টিং করতে অনেক ভালো লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. পুরনো বাল্ব।
২. রং।
৩. তুলি।

IMG20241223105632.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241223105819.jpg
Device-OPPO-A15
IMG20241223110046.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে বাল্ব নিয়েছি। এরপর সুন্দর করে রং করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20241223110159.jpg
Device-OPPO-A15
IMG20241223110252.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সম্পূর্ণ অংশে রংয়ের ব্যবহার করেছি। যাতে করে পেইন্টিং দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20241223110420.jpg
Device-OPPO-A15
IMG20241223110529.jpg
Device-OPPO-A15


এবার পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছি আর সুন্দর করে বিভিন্ন অংশ রংয়ের ব্যবহার করেছি। এরপর কালো রঙের ব্যবহার করেছি।


ধাপ-৪

IMG20241223110644.jpg
Device-OPPO-A15
IMG20241223110802.jpg
Device-OPPO-A15


এবার কালো রং ব্যবহার করে বেশ কিছু অংশে গাছের মতো তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20241223110949.jpg
Device-OPPO-A15
IMG20241223111057.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে এই পেইন্টিং সাজিয়ে তুলতে আরো বেশ কিছু অংশে রংয়ের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG_20241223_113628.jpg
Device-OPPO-A15


তুষার প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য আরো কিছু অংশে রঙের ব্যবহার করেছি। আর সুন্দর এই পেইন্টিং করেছি।


উপস্থাপনা:

IMG_20241223_113505.jpg
Device-OPPO-A15


প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। তুষার শুভ্র প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। তাই পুরনো বাল্বের উপর সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে পুরনো কিছু যদি কাজে লাগানো যায় তাহলে অনেক ভালো লাগে। আর এই পেইন্টিং করে বাল্বের ডেকোরেশন সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Comments

Sort byBest