অরিগ্যামি-কাগজ দিয়ে হাত পাখা তৈরি||

monira999 -

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। যদিও আজকে অনেক ব্যস্ত সময় কেটেছে। তাই কি পোস্ট করবো ভেবেই পাচ্ছিলাম না। তাই তো ঝটপট একটি সুন্দর হাত পাখা তৈরি করে ফেললাম। আর কাগজ দিয়ে হাত পাখা তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


কাগজ দিয়ে হাত পাখা তৈরি

Device-OPPO-A15
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর কাগজ দিয়ে ছোট ছোট খেলনা তৈরি করতে আমার অনেক ভালো লাগে। হাত পাখা তৈরি করতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এই গরমে হাতপাখা ছাড়া একদমই চলে না। প্রথমে ভেবেছিলাম বড় করে কোন হাত পাখা তৈরি করবো। এরপর দেখি প্রয়োজনীয় কোন উপকরণ বাসায় নেই। তাই ছোট্ট করে কাগজের হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি। এই হাত পাখাটি তৈরি করার পর দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই তো আমি কাগজ দিয়ে হাতপাখা তৈরির পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে হাত পাখা তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

Device-OPPO-A15
Device-OPPO-A15


কাগজ দিয়ে হাত পাখা তৈরি করার জন্য প্রথমে আমি সুন্দর করে সাদা কাগজ নিয়েছি। এরপর গোল দাগ দিয়ে নিয়েছি। এবার কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

Device-OPPO-A15


সাবধানতার সাথে দাগ অনুযায়ী কাগজটি সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। যাতে করে হাত পাখা তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

Device-OPPO-A15
Device-OPPO-A15


হাত পাখা তৈরি করার জন্য এবার আরও একটি সাদা কাগজ নিয়েছি। আর হাত পাখার হাতল তৈরি করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। সাদা কাগজটি সুন্দর করে লম্বা করে গোল করে নিয়েছি।


ধাপ-৪

Device-OPPO-A15
Device-OPPO-A15


এরপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। সুন্দরভাবে সাদা কাগজটি দিয়ে হাতল তৈরি করে নিয়েছি।


ধাপ-৫

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার হাতপাখাটির হাতল সুন্দর করার জন্য লাল কাগজ কেটে নিয়েছি। আর সুন্দর করে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৬

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার হাতপাখাটি সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কিছু কাগজ কেটে নিয়েছি। আর হাতল তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার সাদা রঙের কাগজটির চারপাশে এই সুন্দর লাল রঙের কাগজগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

Device-OPPO-A15
Device-OPPO-A15


এভাবে প্রায় সম্পূর্ণ অংশে কাগজ লাগিয়ে নিয়েছি। এরপর একপাশের সাদা অংশে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৯

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার হাতপাখাটি সুন্দর করে উপস্থাপন করার জন্য লাল কলম দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি।


ধাপ-১০

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার আরো কিছু অংশে ডিজাইন করেছি। আর পাখাটি সুন্দর করার চেষ্টা করেছি। এরপর আঠা দিয়ে হাতলটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

Device-OPPO-A15


এবার হাত পাখাটির অন্যান্য অংশের কাজগুলো করে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এভাবেই এই কাগজের হাতপাখা তৈরি করেছি।


উপস্থাপনা:

Device-OPPO-A15


এই গরমে হাতপাখা ছাড়া আমাদের একদমই চলে না। আর গরমের সময় হাত পাখা হলে আর কিছুই লাগে না। হাত পাখার শীতল বাতাস হৃদয় শীতল করে দেয়। তাইতো আমি কাগজ দিয়ে ছোট্ট একটি হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা হাতপাখা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার তৈরি করা কাগজের হাত পাখা আপনাদের সবার কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।