DIY- রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি||

monira999 -

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। যেহেতু বর্তমানে ইন্টারনেটের ভীষণ সমস্যা চলছে তাই ভাবলাম ছোট্ট পরিসরে একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি। আসলে নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ। এই অবস্থায় ভালোভাবে পোস্ট করাও মুশকিল হয়ে গেছে। তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করি আর আপনাদের মাঝে উপস্থাপন করি।


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি:

Device-OPPO-A15


ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ ছিল। আর আজকে হঠাৎ করে যখন দেখলাম ইন্টারনেট সমস্যার সমাধান কিছুটা হয়েছে তখন ভাবলাম রঙিন কাগজ দিয়ে ছোট্ট করে কিছু তৈরি করি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু মন ভালো না থাকলে কোন কিছুই করা যায় না। তবে এটা ঠিক ইন্টারনেট সংযোগ ঠিক হওয়ার পর থেকেই বেশ ভালো লাগছে। আমার বাংলা ব্লগ পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে অনেক কষ্ট হয়েছে। বারবার শুধু অপেক্ষার প্রহর গুনছিলাম। যাই হোক তবুও চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজের ফুল তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আইসক্রিমের বাটি।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

Device-OPPO-A15
Device-OPPO-A15


রঙিন কাগজের ফুল তৈরি করার জন্য প্রথমে ফুলদানি তৈরির চেষ্টা করেছি। এজন্য আমি আইসক্রিমের বাটি ব্যবহার করেছি। আর কাগজ দিয়ে সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার কিছু সবুজ কাগজ কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

Device-OPPO-A15
Device-OPPO-A15


সবুজ কাগজ কাটা হয়ে গেলে ঘাস তৈরি করার জন্য সুন্দর করে ফুলদানির উপরের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৪

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার ফুলের ডাল পালা তৈরি করার জন্য সবুজ রঙের কিছু কাগজ নিয়েছি আর পাইপের মতো করে তৈরি করেছি।


ধাপ-৫

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার ছোট বড় বিভিন্ন সাইজের পাইপ তৈরি করার জন্য কেটে নিয়েছি।


ধাপ-৬

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার ফুল তৈরি করার জন্য রঙিন কাগজ নিয়েছি। আর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার গোল করে কাগজ কাটা হয়ে গেলে ভাঁজ করেছি।


ধাপ-৮

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার সুন্দর করে ধীরে ধীরে কেঁচি দিয়ে কেটে নিয়েছি আর ফুলগুলো তৈরির চেষ্টা করেছি।


ধাপ-৯

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে বেশ কিছু ফুল তৈরি করে নিয়েছি। যাতে এই সুন্দর ফুলদানি তৈরি করা যায়।


শেষ ধাপ

Device-OPPO-A15
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে সুন্দর করে ফুলদানির ফুল গুলো সেটিং করে নিয়েছি।


উপস্থাপনা:

Device-OPPO-A15


কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আর ফুলের নকশা সুন্দর করে উপস্থাপন করার জন্য ফুলদানির আকৃতি তৈরি করার চেষ্টা করেছি। কাগজ কেটে কেটে কোন কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। তবে কয়েকদিন যেহেতু মনটা ভীষণ খারাপ ছিল তাই সেভাবে হয়তো তৈরি করতে পারিনি। তবে পরবর্তীতে আবারো নতুন কিছু করার চেষ্টা করবো।



আমার পরিচয়

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।