অরিগ্যামি-শিয়ালের মুখের অরিগ্যামি||
25 comments
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতেও অনেক ভালো লাগে। তাই আজকে আমি কাগজ দিয়ে শেয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছি। আর সবার মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
শিয়ালের মুখের অরিগ্যামি:
কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে সেই জিনিসটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে। একটি কাগজের টুকরোকে যখন বিভিন্ন ভাঁজ করে কোন কিছুর আকৃতি তৈরি করা হয় তখন অন্য রকমের লাগে। আর এই ধরনের কাজগুলো করতে সত্যিই ভালো লাগে। আজকে যখন ভাবছিলাম কি তৈরি করবো তখন হঠাৎ করে মনে হলো শেয়ালের মুখে অরিগ্যামি তৈরি করি। আর সেই ভাবনা থেকেই শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
ধাপ সমূহ:
ধাপ-১
শেয়ালের মুখের অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর ভাঁজ করেছি।
ধাপ-২
এবার কাগজের আরো কিছু অংশে ভাঁজ করেছি। যেহেতু ভাঁজের মাধ্যমে কোন কিছু তৈরি করবো তাই ভাঁজ গুলো ভালোভাবে করেছি।
ধাপ-৩
এবার আকৃতি ঠিকভাবে আনার জন্য কাগজের বিভিন্ন অংশে আবারো ভাঁজ করেছি আর সুন্দর করেছি।
ধাপ-৪
এভাবে ধীরে ধীরে সামনের মুখের অংশ তৈরি করেছি। আর সুন্দর করে আরো একটি কাগজ নিয়েছি তৈরি করার জন্য।
ধাপ-৫
আবারো একই পদ্ধতিতে ভাঁজের মাধ্যমে সুন্দর করে শেয়ালের মুখের অংশ তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৬
এরপর বিভিন্ন অংশের কাজগুলো করেছি। চোখগুলো সুন্দর করেছি আর এই অরিগ্যামি আরো সুন্দর করেছি।
উপস্থাপনা:
কাগজের ভাঁজের মাধ্যমে যখন কোন কিছু তৈরি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আর যদি নিজে নিজেই নতুন কিছু করার চেষ্টা করি তখন আরো বেশি ভালো লাগে। আসলে আমি কোন আইডিয়া ছাড়াই কাগজ নিয়ে বসে পড়েছিলাম কোন কিছু তৈরি করার জন্য। এর আগে এই ধরনের কাজগুলো অনেক করা হয়েছে। তাই আজকে হঠাৎ করে মনে হল একটু ভিন্নভাবে ভিন্ন কিছু করি। যাতে করে দেখতে ভালো লাগে। সেই ভাবনা থেকেই এই সুন্দর অরিগামি তৈরি করেছি। আশা করছি আমার এই পোস্ট সকলের ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Comments